• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ইয়েমেনে মার্কিন বিমান হামলায় অন্তত ৬৮ জনের প্রাণহানি

প্রকাশিত: ২০:৪০, ২৮ এপ্রিল ২০২৫

আপডেট: ২০:৫২, ২৮ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
ইয়েমেনে মার্কিন বিমান হামলায় অন্তত ৬৮ জনের প্রাণহানি

ইয়েমেনে আফ্রিকান অভিবাসীদের একটি আশ্রয়কেন্দ্রে মার্কিন বিমান হামলায় অন্তত ৬৮ জন নিহত হয়েছে। দেশটির উত্তরাঞ্চলের সাদা প্রদেশে চালানো এ হামলায় আরও অন্তত ৪৭ জন আহত হয়েছেন। সোমবার (২৮ এপ্রিল) হুথি আনসারুল্লাহ নিয়ন্ত্রিত দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। 

বিবৃতিতে বলা হয়, হামলার লক্ষ্যবস্তু ছিল ১১৫ জন আফ্রিকান অভিবাসীকে আশ্রয় দেওয়া একটি কেন্দ্র। খবর তুর্কি বার্তা সংস্থা আনাদোলুর।

ইয়েমেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এবং আন্তর্জাতিক রেডক্রস কমিটির (আইসিআরসি) তত্ত্বাবধানে থাকা এই আশ্রয়কেন্দ্রে হামলা চালায় যুক্তরাষ্ট্র। মার্কিন এই হামলাকে দেশটি ‘পুরোপুরি যুদ্ধাপরাধ’ বলে আখ্যায়িত করেছে।

ইয়েমেনি বাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্র ১,২০০-র বেশি বিমান হামলা চালিয়েছে। যাতে ১,৩০০ জনের বেশি মানুষ হতাহত হয়েছেন। যাদের বেশিরভাগই নারী ও শিশু। 

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মাসে বলেছিলেন, তিনি হুথি গোষ্ঠীর বিরুদ্ধে ‘নির্ণায়ক এবং শক্তিশালী সামরিক পদক্ষেপ’ নেওয়ার নির্দেশ দিয়েছেন। এমনকি পরে তাদেরকে ‘সম্পূর্ণভাবে ধ্বংস করার’ হুমকি দেন তিনি।

হুথি আনসারুল্লাহ নিয়ন্ত্রিত ইয়েমেনি বাহিনী মূলত ২০২৩ সালের নভেম্বর থেকে গাজা উপত্যকার ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে লোহিত সাগর, আরব সাগর, বাব আল-মান্দেব প্রণালী ও এডেন উপসাগর দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে। পাল্টা জবাব হিসেবে ইসরাইল ও মার্কিন বাহিনীও ইয়েমেনে হামলা চালিয়ে আসছে। যাতে দেশটিতে ব্যাপক ক্ষয়ক্ষতির সঙ্গে বেসামরিক হতাহতের পরিমাণও বাড়ছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: