• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

লন্ডনে পাক হাইকমিশনের সামনে বিভিন্ন অঙ্গভঙ্গি প্রদর্শন ও ভাঙচুর, এক ভারতীয় গ্রেপ্তার

প্রকাশিত: ১২:৪১, ২৯ এপ্রিল ২০২৫

আপডেট: ১২:৪৫, ২৯ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
লন্ডনে পাক হাইকমিশনের সামনে বিভিন্ন অঙ্গভঙ্গি প্রদর্শন ও ভাঙচুর, এক ভারতীয় গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

লন্ডনের কেনসিংটন অ্যান্ড চেলসির লাউন্ডেস স্কয়ারে অবস্থিত পাকিস্তান হাইকমিশনের সামনে বিক্ষোভ করেছে ভারতীয়রা। এসময় ভবনের জানালায় ভাঙচুর, দেয়ালে ডিম ছোড়া ও গেরুয়া রঙ ছিটানোর ঘটনা ঘটে। ঘটনার সময় একাধিক বিক্ষোভকারী কুরুচিকর স্লোগান ও অশোভন অঙ্গভঙ্গি করে বলেও জানান প্রত্যক্ষদর্শীরা।

এদিকে, ভাংচুরের ঘটনায় এক ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। লন্ডন মেট্রোপলিটন পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম অঙ্কিত লাভ, বয়স ৪১ বছর। তার বিরুদ্ধে ফৌজদারি সম্পত্তি নষ্ট করার অভিযোগ আনা হয়েছে। ২৮ এপ্রিল তাকে ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির করার কথা জানায় পুলিশ।

সম্প্রতি, কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার পর ভারত-পাকিস্তান সম্পর্ক নতুন করে উত্তেজনার মুখে পড়েছে। ফলে, লন্ডনে অবস্থানরত প্রবাসী ভারতীয় ও পাকিস্তানিদের পাল্টাপাল্টি বিক্ষোভ করতে দেখা গেছে। 

বিভি/আইজে

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2