• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

পেহেলগামে হামলা: গান বানিয়ে মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা ছড়াচ্ছে ভারতীয়রা

প্রকাশিত: ১৬:১৮, ২৯ এপ্রিল ২০২৫

আপডেট: ১৬:২২, ২৯ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
পেহেলগামে হামলা: গান বানিয়ে মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা ছড়াচ্ছে ভারতীয়রা

ছবি- সংগৃহীত

জম্মু ও কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীর হামলার পর ভারতজুড়ে মুসলিমদের বিরুদ্ধে ছড়িয়ে পড়ছে বিদ্বেষ। আল-জাজিরার এক প্রতিবেদন থেকে জানা যায়, পেহেলগামের ঘটনার ২৪ ঘণ্টা পার না হতেই ইউটিউব, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়েছে অনেক মুসলিম বিরোধী গান। এই গানগুলোতে মুসলমানদের ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে বয়কটের আহ্বান জানানো হয়েছে। এমনকি সহিংস প্রতিশোধ নেওয়ারও কথা বলা হয়।

পেহেলগামের ঘটনাকে কেন্দ্র করে ‘আগে ধর্ম জিজ্ঞেস করেছিল’ শিরোনামে একটি গান প্রকাশিত হয়েছে। এই গানে ভারতের মুসলিমরা সনাতনীদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত বলে দাবি করা হয়। এছাড়া, তাদেরকে ভারত ছেড়ে চলে যাওয়ার কথাও বলা হয়। মাত্র এক সপ্তাহেই গানটি  ইউটিউবে ১,৪০০০০-এরও বেশি বার দেখা হয়েছে।

গানটির কিছু লাইন এমন ছিল,

ভুল করেছিলাম তোদের থাকতে দিয়ে,  
তোদের দেশ তো মিলেই গিয়েছিল, তবু গেলি না কেন?  
আমাদের বলে কাফির,  
মুসলিমদের মন কেবল ষড়যন্ত্রে ভরা।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, পেহেলগামের ঘটনার পর অন্তত ২০টি এমন গান প্রকাশিত হয়েছে। এসব গানে ভারতের শত্রু হিসেবে তুলে ধরা হচ্ছে মুসলিমদের। গানগুলোতে স্পষ্টভাবে বলা হয়, ভারতীয় মুসলিমদের আর ভরসা করা যায় না। যদিও, পেহেলগামের হামলায় একজন কাশ্মীরি মুলসিম ঘোড়ার মালিকও নিহত হয়েছিলেন। 

এদিকে, ভারতজুড়ে মুসলিমদের বিরুদ্ধে সহিংস ঘটনা বাড়তে দেখা যাচ্ছে। ভারতের বিভিন্ন রাজ্যে মুসলিমদের উচ্ছেদ করার ঘটনা ঘটে। এমনকি, চিকিৎসা বঞ্চনার মতোও খবর পাওয়া গেছে। এছাড়া, মুসলিমদের রাস্তায় ধরে মারধরও করা হচ্ছে।

তাছাড়া, ২৫ এপ্রিল ভারতের আগ্রা শহরে এক মুসলিম যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডকে পেহেলগামে হামলার প্রতিশোধ উল্লেখ করে এর দায় স্বীকার করে এক উগ্র সনাতনী। এদিকে, ভারত পেহেলগামের ঘটনায় পাকিস্তানকে অভিযুক্ত করলেও এতে অস্বীকৃতি জানায় ইসলামাবাদ। 
 

বিভি/আইজে

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2