• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

স্টেডিয়ামে হুড়োহুড়িতে ছয় জনের মৃত্যু, আহত অনেকে 

প্রকাশিত: ১০:১৫, ২৫ জানুয়ারি ২০২২

আপডেট: ১০:১৬, ২৫ জানুয়ারি ২০২২

ফন্ট সাইজ
স্টেডিয়ামে হুড়োহুড়িতে ছয় জনের মৃত্যু, আহত অনেকে 

ক্যামেরুনের পল বিয়া স্টেডিয়ামে আফ্রিকা কাপের ম্যাচে দর্শকদের সারি। ছবিঃ রয়টার্স

আফ্রিকান নেশন্স কাপের ম্যাচকে কেন্দ্র করে ক্যামেরুনের রাজধানী ইয়াউন্ডের একটি স্টেডিয়ামে পদদলিত হয়ে ছয় জনের মৃত্যু হয়েছে। এতে ডজনখানেকের মতো মানুষ আহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার (২৪ জানুয়ারি) দেশটির পউল বিয়া স্টেডিয়ামে একটি ফুটবল ম্যাচের আগে এই ঘটনা ঘটে। বিবিসি’র প্রতিবেদনে এতথ্য জানানো হয়।

মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) জানিয়েছেন ক্যামেরুনের মধ্যাঞ্চলের গভর্নর নাসেরি পল বিয়া।

ভিডিও ফুটেজে দেখা গেছে, ক্যামেরুনের রাজধানী ইয়াওনডের পার্শ্ববর্তী এলাকার পল বিয়া স্টেডিয়ামে ঢোকার জন্য দর্শকেরা হুড়োহুড়ি করছেন।

কোভিড-১৯ নির্দেশনার কারণে ৬০ হাজার দর্শক ধারণ ক্ষমতার স্টেডিয়ামটিতে ৮০ শতাংশ আসনে দর্শকদের অনুমতি দেওয়া হয়েছে। সেই অনুযায়ী ৫০ হাজারের মতো দর্শক হওয়ার কথা।

বিবিসি আফ্রিকার প্রযোজক নিক ক্যাভেল ঘটনার সময় স্টেডিয়ামে উপস্থিত ছিলেন। তিনি জানিয়েছেন, খেলা শুরুর আগে স্টেডিয়ামে প্রবেশে তাড়াহুড়ো করতে গিয়ে মানুষের চাপে মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে বেশি মৃত্যুর সংখ্যা বলছেন। যদিও তা নিশ্চিত হওয়া যাচ্ছে না। তবে স্টেডিয়ামের ফটকে বহু মানুষের জুতা পড়ে আছে।

দ্য কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল (সিএএফ) এক বিবৃতিতে জানিয়েছে, তাঁরা এই ঘটনা তদন্ত করছেন।

হতাহতের ঘটনার পরও আফ্রিকা কাপের শেষ ষোলোর ম্যাচটি সম্পন্ন হয়। এতে পূর্ব আফ্রিকার দেশ কমোরসের বিরুদ্ধে ২-১ গোলে জয় পায় স্বাগতিক ক্যামেরুন।

বিভি/এএন

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2