• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

আকাশ থেকে পড়ে মরলো কয়েকশো পাখি, আতঙ্কিত স্থানীয়রা

প্রকাশিত: ১৬:১৩, ১৫ ফেব্রুয়ারি ২০২২

ফন্ট সাইজ
আকাশ থেকে পড়ে মরলো কয়েকশো পাখি, আতঙ্কিত স্থানীয়রা

আকাশ কালো করে উড়ে যাচ্ছিল কয়েক হাজার পাখির একটি ঝাঁক। কেউ কিছু বুঝে ওঠার আগেই আমচমকা মাটিতে আঁছড়ে পড়লো পাখিগুলো। পুরো ঘটনাটি মাত্র কয়েক সেকেন্টের। তারপর আবার উড়ে গেলো ঝাঁকটি। কিন্তু মৃত অবস্থায় মাটিতে পড়ে থাকে কয়েকশো পাখি। ঘটনাটি মেক্সিকোর চিহুয়াহুয়া শহরের।

রাস্তার উপর কিছু পাখি তখনও ছটফট করছিল, বেশ কিছু পাখি আবার নিথর হয়ে পড়েছিল। এমন দৃশ্য হতবাক করে স্থানীয়দের। এক সংগে এত পাখির মৃত্যুর ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ওই এলাকায়। 

ভিডিও দেখুন

সবার মনে প্রশ্ন জ্বাগে কেন ঘটলো এমন ঘটনা। ছড়ায় নানান গুজবও। তবে স্থানীয় পরিবেশবিদ রিচার্ড ব্রাউটন ধারণা করছেন, পাখির ঝাঁকটিকে বড় ধরনের কোনো শিকারি পাখি হয়তো তাড়া করেছিল। তাই ভয় পেয়ে পাখিগুলো কোনও বড় বিল্ডিংয়ে ধাক্কা খেয়ে থাকতে পারে। তার জেরেই সম্ভবত মৃত্যু হয়েছে পাখিগুলির।

কেউ কেউ আবার দাবি করেছেন, ৫জি প্রযুক্তির কারণেই পাখিগুলির মৃত্যু হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম দূষণকেই এই মৃত্যুর জন্য দায়ী করেছে। কেউ আবার বলছেন, পাখিগুলি বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে।

তবে কীভাবে এত পাখির মৃত্যু হলো তা নিয়ে তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন এবং পাখি বিশেষজ্ঞরা।

বিভি/কেএস

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2