সেনাঘাঁটির হামলা ঠেকানোর দাবি ইউক্রেনের

সংগৃহিত
ইউক্রেনের সেনাবাহিনী দাবি করেছে, রাজধানী কিয়েভে একটি সামরিক ঘাঁটিতে রাশিয়ার সেনাবাহিনীর হামলা প্রতিহত করেছে তারা।
ফেসবুক পোস্টে ইউক্রেনের সেনাবাহিনী এমন দাবি করেছে। দেশটির সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স বলছে, রুশ সেনাবাহিনী কিয়েভের একটি বিদ্যুৎ উৎপাদন স্টেশন দখলে নেওয়ার চেষ্টা করেছে। একইসঙ্গে ওডেসা বন্দরের কাছে বাণিজ্যিক দুটি জাহাজে রাশিয়া ক্ষেপণাস্ত্র হামলাও চালিয়েছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী কিয়েভে একটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে রাশিয়ার সেনাবাহিনী। তবে তারা সেটি প্রতিহত করেছে।
কৃষ্ণসাগরে ওডেসা বন্দরের কাছে রুশ যুদ্ধজাহাজ থেকে পূর্ব ইউরোপের দেশ মলদোভানের পতাকাসংবলিত একটি রাসায়নিক ট্যাংকারে গোলা নিক্ষেপ করা হয়েছে। বন্দরের কাছে খাদ্যশস্যবাহী পানামার পতাকাসংবলিত আরেকটি কার্গো জাহাজেও রুশ যুদ্ধজাহাজ থেকে গোলা নিক্ষেপ করা হয়।
এদিকে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, রাশিয়ার সামরিক বাহিনী বারবার হামলার পরেও ইউক্রেন এখন পর্যন্ত মূল শহরগুলো ধরে রাখতে সক্ষম হয়েছে। প্রবল প্রতিরোধের মুখে পড়ছে রুশ সেনারা।
বিভি/কেএস
মন্তব্য করুন: