সাময়িক যুদ্ধবিরতির মধ্যেও চলছে গোলাবর্ষণঃ ইউক্রেন

ছবিঃ রয়টর্স
রাশিয়ার ঘোষিত সাময়িক যুদ্ধবিরতির মধ্যেও ইউক্রেনে গোলাবর্ষণ থেমে নেই বলে দাবি করেছে ইউক্রেন। দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর মারিউপোলে ডেপুটি মেয়র সেরহাই অরলভ বিবিসি’র কাছে এই অভিযোগ করেছেন। গোলাবর্ষণের কারণে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার প্রক্রিয়া বন্ধ করে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
ডেপুটি মেয়র বলেন, ‘মারিউপোলে কোন যুদ্ধবিরতি নেই, শরণার্থী যাতায়াতের পথেও কোন যুদ্ধবিরতি নেই। আমাদের বেসামরিক মানুষ শহর ছাড়তে চায়। কিন্তু রুশরা আমাদের ওপর এখনও বোমা ফেলছে। এখনও তারা আমাদের ওপর গোলাবর্ষণ করে চলেছে। বেসামরিক মানুষেরা গোলাবর্ষণের হাত থেকে বাঁচতে পারছে না।’
রুশ সৈন্যরা যুদ্ধবিরতির ঘোষণা মানছে না বলে দাবি করে মারিউপোলের পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, গোলাবর্ষণের কারণে ওই শহর থেকে বেসামরিক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার প্রক্রিয়া আপাতত স্থগিত করা হয়েছে।
বাসিন্দাদের শহরের মধ্যে ছড়িয়ে পড়তে, এবং নিরাপদ আশ্রয় খুঁজে নিতে বলা হয়েছে বলেও জানান ডেপুটি মেয়র।
শহরটি থেকে বেসামরিক লোকজনকে যে পথ দিয়ে নিয়ে যাওয়া হবে তার শেষভাগে এখনও লড়াই চলছে বলেও খবর দিয়েছে বিবিসি।
এর আগে, মারিওপোল এবং ভলনোভাখা শহরে মস্কোর স্থানীয় সময় সকাল ১০টা (বাংলাদেশ সময় দুপুর একটা) থেকে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করে রাশিয়া।
বিভি/কেএস
মন্তব্য করুন: