যুদ্ধ করতে দেশে ফিরল ৬৬ হাজার প্রবাসী ইউক্রেনিয়ান

সংগৃহিত
গত ১০ দিন ধরে ইউক্রেনে চলছে রাশিয়ার অভিযান। এই অভিযান প্রতিরোধের সর্বাত্মক চেষ্টা করছে ইউক্রেনিয়ান বাহিনী। কিন্তু এতো প্রতিরোধের মুখেই দেশটির অধিকাংশ শহর এখন রাশিয়ার বাহিনীর দখলে।
এই খবরে বিদেশে অবস্থানরত প্রায় ৬৬ হাজার ইউক্রেনিয়ান দেশে ফিরেছে যুদ্ধ করতে। ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভ এক টুইটবার্তায় এ তথ্য জানিয়েছেন।
ওলেক্সি বলেন, রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বিদেশ থেকে দেশে ফিরেছেন ৬৬ হাজার ২২৪ জন। রুশ বাহিনীর হাত থেকে দেশকে রক্ষা করতেই তারা দেশে ফিরেছেন। আমরা অপরাজেয়!
এদিকে, মানবিক বিবেচনায় বেসামরিক জনগণকে সরিয়ে নিতে শনিবার সকালে সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে রাশিয়া। ইউক্রেনের মারিউপোল এবং ভলনোভাখা এলাকা থেকে বেসামরিক জনগণকে সরিয়ে নিতে এই যুদ্ধবিরতি ঘোষণা করা হয় বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।
বিভি/এসএইচ/কেএস
মন্তব্য করুন: