ইউক্রেনে যুদ্ধঃ এশিয়ায় বাড়লো জ্বালানি তেলের দাম

প্রতীকী ছবি
ইউক্রেনে চলমান যুদ্ধের মধ্যে এশিয়ার বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম আরও বাড়ানোর ঘোষণা দিয়েছে বিশ্বের শীর্ষ জ্বালানি তেল রফতানিকারক দেশ সৌদি আরব।
শনিবার (৫ মার্চ) এক বিবৃতিতে আগামী এপ্রিল মাসের জন্য ক্রুড গ্রেডের সব তেলের দাম নতুন করে নির্ধারণ করেছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের রাষ্ট্রায়ত্ব তেল উৎপাদনকারী কোম্পানি আরামকো। খবর রয়টার্স-এর।
বিবৃতিতে আরামকো জানায়, এশিয়ায় বিক্রি করা সব ধরনের অপরিশোধিত গ্রেডের অফিসিয়াল বিক্রয় মূল্য (ওএসপি) এপ্রিলের জন্য বাড়ানো হয়েছে। গত মার্চের তুলনায় আরব লাইট ক্রুডের দাম ব্যারেল প্রতি ৪ দশমিক ৯৫ ডলার বৃদ্ধি করা হয়েছে।
বিভি/কেএস
মন্তব্য করুন: