সৌদি আরব যেতে আর কোভিড-১৯ পরীক্ষার প্রয়োজন নেই

সৌদি আরবে যেতে এখন থেকে কোভিড-১৯ এর পিসিআর পরীক্ষার প্রয়োজন হবে না। সৌদি আরবে পৌঁছানোর পর যাত্রীদের বাধ্যতামূলক কোয়ারেন্টিনেরও প্রয়োজন হবে না। সৌদি গেজেটের খবরে আজ (৬মার্চ) এসব তথ্য জানানো হয়েছে।
তবে, ভ্রমণ ভিসার যাত্রীদের স্বাস্থ্য বিমা বাধ্যতামূলক থাকছে, যেন সৌদি আরবে পৌঁছানোর পর করোনাভাইরাসে আক্রান্ত হলে চিকিৎসা খরচ বহন করা যায়।
সৌদি কর্তৃপক্ষ গতকাল শনিবার থেকে কোভিড-১৯ সংক্রান্ত প্রায় সব ধরনের বিধিনিষেধ তুলে নিয়েছে। এখন থেকে দেশটিতে কোথাও সামাজিক দূরত্ব বা বাইরে ফেস মাস্ক পরার প্রয়োজন হবে না।
মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদসহ সব মসজিদে সামাজিক দূরত্বের নিয়মও তুলে নেওয়া হয়েছে। তবে এসব জায়গায় ফেস মাস্ক পরতে হবে।
বিভিন্ন দেশের সংগে উড়োজাহাজ চলাচলের নিষেধাজ্ঞাও তুলে নিয়েছে সৌদি আরব। এখন থেকে দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া, বোতসোয়ানা, জিম্বাবুয়ে, লেসোথো, এসওয়াতিনি, মোজাম্বিক, মালাউই, মৌরিতাস, জাম্বিয়া, মাদাগাস্কার, অ্যাঙ্গোলা, সিচিলিস, ইউনাইটেড রিপাবলিক অব কমোরোস, নাইজেরিয়া, ইথিওপিয়া আফগানিস্তান থেকে যাত্রীদের সৌদি আরবে যেতে কোনো বাধা থাকল না।
বিভি/এনএম
মন্তব্য করুন: