• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

পশ্চিমাদের নীরব ভূমিকায় ক্ষুব্ধ জেলেনেস্কি

প্রকাশিত: ১১:৩৭, ৭ মার্চ ২০২২

আপডেট: ১৭:৫৩, ৭ মার্চ ২০২২

ফন্ট সাইজ
পশ্চিমাদের নীরব ভূমিকায় ক্ষুব্ধ জেলেনেস্কি

ফাইল ফটো

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পশ্চিমাদের কাছে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা জোরদার করার আবেদন জানিয়েছেন।

রবিবার একটি ভিডিও বার্তায় জেলেনস্কি পশ্চিমা নেতাদের সমালোচনাও করেন।

তিনি বলেছেন, ‘আমি এমনকি একজন বিশ্ব নেতারও প্রতিক্রিয়া শুনিনি। আগ্রাসনকারীর সাহসিকতা পশ্চিমের কাছে একটি স্পষ্ট সংকেত যে রাশিয়ার উপর আরোপিত নিষেধাজ্ঞাগুলি যথেষ্ট নয়।’

জেলেনস্কি যারা এই ধরনের অপরাধের আদেশ দেয় এবং পরিচালনা করে তাদের বিচারের আওতায় আনার জন্য একটি ‘ট্রাইব্যুনাল’ গঠনেরও আহ্বান জানান। 

এর আগে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস-এ প্রকাশিত এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছিল, যে তাদের বাহিনী ‘নির্ভুল’ অস্ত্রের বলে ইউক্রেনের সামরিক-শিল্প কমপ্লেক্সে আক্রমণ করতে চায় এবং এজন্য কর্মীদের চলে যাওয়ার আহ্বান জানায় তাঁরা।

বিভি/কেএস

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2