• NEWS PORTAL

  • রবিবার, ২০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ইউক্রেনে চলছে বিরামহীন সাইবার হামলা

প্রকাশিত: ১৩:৪৭, ৭ মার্চ ২০২২

আপডেট: ১৭:৫১, ৭ মার্চ ২০২২

ফন্ট সাইজ
ইউক্রেনে চলছে বিরামহীন সাইবার হামলা

কিয়েভের সাইবার নিরাপত্তা পর্যবেক্ষকরা বলছেন, ক্রেমলিনের সামরিক আগ্রাসন শুরু হওয়ার পর থেকেই লাগাতার সাইবার হামলার শিকার হচ্ছে ইউক্রেইনের বিভিন্ন সরকারি-বেসরকারি ওয়েবসাইটগুলো।

সম্প্রতি ইউক্রেনের ‘স্টেট সার্ভিস অফ স্পেশাল কমিউনিকেশনস অ্যান্ড ইনফর্মেশন প্রোটেকশন’ এক টুইট বার্তায় জানিয়েছে, ইউক্রেনের তথ্য সম্পদের উপর বিরামহীন সাইবার হামলা চালাচ্ছে রাশিয়া। বিশেষ করে ইউক্রেইনের প্রেসিডেন্টের ওয়েবসাইট, পার্লামেন্ট, ক্যাবিনেট, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট ডিস্ট্রিবিউটেড ডিনায়ল অফ সার্ভিস বা ডিডিওএস হামলার শিকার হয়েছে।
 
সংস্থাটি জানিয়েছে, রাশিয়ার লাগাতার হামলার মুখেও টার্গেটকৃত ওয়েবসাইটগুলো এখনো চালু রয়েছে। ‘যুদ্ধক্ষেত্রে এবং সাইবার জগতে, আমরা টিকে থাকবো’ বলেও মন্তব্য করে সংস্থাটি। 

রয়টার্স তাদের প্রতিবেদনে জানিয়েছে, ইউক্রেনে সাইবার হামলার বিষয়ে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগে তারা ব্যর্থ হয়েছে। তবে, রাশিয়া বরাবরই সাইবার হামলার বিষয় অস্বীকার করে আসছে। 

 

বিভি/এসআই/রিসি 

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2