প্যারিসে রাশিয়ান প্রতিষ্ঠানে হামলা

রাশিয়ার বিদেশি সহায়তা সংস্থা রোসোট্রুডনিসটিভোতে হামলা হয়েছে বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জারাখোবা।
সোমবার (৭ মার্চ) তিনি জানান, রবিবার রাতে এই হামলার ঘটনা ঘটেছে।
হামলার সিসিটিভি ফুটেজে দেখা গেছে, এক অজ্ঞাত হামলাকারী মলোটভ ককটেল ছোঁড়ে। ককটেলটি ভবনের বেড়ায় আঘাত হানে। যদিও এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
জারাখোভা জানিয়েছেন, আমাদের ইনস্টিটিউটের নিরাপত্তা নিশ্চিতে ফরাসি কর্তৃপক্ষের প্রতি জোড় আহ্বান জানানো হয়েছে।
আরও পড়ুন:
বিভি/এসআই/এএন
মন্তব্য করুন: