• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

তেলে নিষেধাজ্ঞা চললে গ্যাস না দেওয়ার হুমকি রাশিয়ার

প্রকাশিত: ১০:৩৩, ৮ মার্চ ২০২২

ফন্ট সাইজ
তেলে নিষেধাজ্ঞা চললে গ্যাস না দেওয়ার হুমকি রাশিয়ার

সংগৃহীত ছবি

ইউক্রেনে সামরিক অভিযান পরিচালনার কারণে রাশিয়ার তেলের ওপর পশ্চিমা বিশ্ব নিষেধাজ্ঞা আরোপ করলে পাল্টা পদক্ষেপ হিসেবে জার্মানি তথা ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ করে দিতে পারে মস্কো। 

রাশিয়ার ডেপুটি প্রধানমন্ত্রী আলেক্সান্ডার নোভাক সোমবার (৭ মার্চ) এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেছেন, ‘রাশিয়া থেকে তেল আমদানিতে নিষেধাজ্ঞা জারি অব্যাহত রাখলে, বৈশ্বিক বাজারে বিপর্যয় ঘটে যাবে। বিশেষ করে জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ৩০০ ডলার ছাড়িয়ে যাবে।’
 
ইইউভুক্ত প্রায় সবকটি দেশ রাশিয়ার ওপরে নিষেধাজ্ঞা দিলেও জার্মানি ও নেদারল্যান্ডস নিষেধাজ্ঞা থেকে দূরে রয়েছে। তবে ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্রও ইইউর পথে হাঁটতে পারে।

উল্লেখ্য, ইউরোপের ৪০ শতাংশ গ্যাস ও ৩০ শতাংশ তেলের জোগান দিয়ে থাকে রাশিয়া। হঠাৎ নিষেধাজ্ঞার ধাক্কা যেমনটা রাশিয়াকে পোহাতে হচ্ছে, একইভাবে এর প্রভাব পড়ছে খোদ ইউরোপেই।
 
এই ব্যাপারে রাশিয়ার রাষ্ট্রীয় টিভি চ্যানেলে নোভাক বলেন, ‘এখনই ইউরোপের হাতে কোনো বিকল্প নেই। রাশিয়ার বিকল্প খুঁজতে গেলে ইউরোপের বছর পেরিয়ে যাবে। রাশিয়া ছাড়া অন্য কোথাও থেকে তেল ও গ্যাস আমদানি করলে, সেটি হবে তাদের জন্য ব্যয়বহুল।’
 
এদিকে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা কেবল রাশিয়াকেই ভোগাচ্ছে না, ভুগছে সমগ্র ইউরোপ। সোমবার (৭ মার্চ) ব্যারেলপ্রতি তেলের দাম ১৩ বছরের রেকর্ড পেরিয়ে ১৩৯ ডলারে উঠে যাওয়ায়, যুক্তরাজ্যে প্রতি লিটার পেট্রলের দাম দাঁড়িয়েছে ১৫৫ পাউন্ড।

গত মাসে জার্মানি রাশিয়া-জার্মানির নতুন গ্যাস পাইপলাইন নর্ড স্ট্রিম ২-এর সত্যায়ন বন্ধ করে দিলে নোভাক জানান, ‘ইউরোপ আমাদের সঙ্গে যে আচরণ করবে, একই আচারণ আমরা তাদের সঙ্গে করবো। নিষেধাজ্ঞা চলতে থাকলে নর্ড স্ট্রিম ১ পাইপলাইন বন্ধ করে দেওয়া হবে।

সূত্রঃ বিবিসি।
 

বিভি/এএন

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2