বিশ লাখ মানুষ ইউক্রেন ছেড়েছে: জাতিসংঘ

ছবি: আলজাজিরা
ইউক্রেনে যুদ্ধের হাত থেকে বাঁচতে সেই দেশ ছেড়ে পালানো মানুষের সংখ্যা এখন দুই মিলিয়ন বা ২০ লাখ ছাড়িয়ে গেছে, বলছে জাতিসংঘ।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনরা ফিলিপো গ্রান্ডি বিবিসিকে এ কথা বলেন।
এর আগে তিনি ইউক্রেনের পরিস্থিতিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে দ্রুত বাড়তে থাকা শরণার্থী সংকট বলে আখ্যায়িত করেছিলেন।
পোলিশ সীমান্তরক্ষী বাহিনী জানিয়েছে, ইউক্রেন থেকে ১২ লাখ মানুষ সেই দেশে প্রবেশ করেছে।
আজ (৮ মার্চ) রাশিয়া ও ইউক্রেনের মধ্য ১৩তম দিনের মতো যুদ্ধ চলছে। রাজধানী কিয়েভের পশ্চিম দিকের শহর ইরপিন থেকে বেসামরিক মানুষজন বেরিয়ে যেতে শুরু করেছে।
এদিকে, বিবিসি’র খবরে বলা হয়েছে, ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, মারিউপোল এবং জাপোরিঝিয়ার মধ্যেকার করিডোরের ওপর রুশ বাহিনী আক্রমণ চালিয়েছে।
মারিউপোল শহরে মানবিক ত্রাণ পৌঁছে দিতে এবং বেসামরিক লোকদের জাপোরিঝিয়ায় নিয়ে যেতে আটটি ট্রাক এবং ৩০টি বাস সেখানে যাচ্ছে। অবরুদ্ধ শহরটিতে গত প্রায় এক সপ্তাহ ধরে মানুষ বিদ্যুৎ ও পানিবিহীন অবস্থায় কাটাচ্ছে, খাদ্যও শেষ হয়ে আসছে।
বেসামরিক বাসিন্দাদের যুদ্ধক্ষেত্র থেকে নিরাপদে সরে যেতে দেওয়ার জন্য ইউক্রেন এবং রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবিক কার্যক্রমের প্রধান মার্টিন গ্রিফিথস।
এদিকে, জাতিসংঘের সবশেষ পরিসংখ্যান অনুযায়ী ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি রুশ অভিযান শুরু হবার পর থেকে এ পর্যন্ত ১২০৭ জন বেসামরিক মানুষ হতাহত হয়েছেন।
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার লিজ থ্রোসেল বলেন, এর মধ্যে ৪০৬ জন নিহত এবং ৮০১ জন আহত হয়েছেন, তবে প্রকৃত সংখ্যা অনেক বেশি হতে পারে।
বেশিরভাগ মানুষই বিমান হামলা ও বিস্ফোরক অস্ত্রে আহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন সাংবাদিক রয়েছেন বলে খবর পাওয়া গেছে।
এছাড়া জাতিসংঘ বলছে, যুদ্ধবিরোধী বিক্ষোভ প্রদর্শনের জন্য রাশিয়ায় প্রায় ১২ হাজার ৭০০ লোককে গ্রেফতার করা হয়েছে।
বিভি/এসডি
মন্তব্য করুন: