• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ন্যাটোর ব্যবহারে হতাশ ইউক্রেন, সুর নরম করলেন জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৫৭, ৯ মার্চ ২০২২

ফন্ট সাইজ
ন্যাটোর ব্যবহারে হতাশ ইউক্রেন, সুর নরম করলেন জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, আমরা বুঝে গেছি- ন্যাটো ইউক্রেনকে সদস্যপদ দিতে প্রস্তুত নয়। বিতর্কের ভয় পায় এ জোট।

তাই তিনি এখন আর ন্যাটোর সদস্যপদ পাওয়ার বিষয়টিতে জোর দিচ্ছেন না। তিনি এমন দেশের প্রেসিডেন্ট হতে চান না, যারা হাঁটু গেড়ে ভিক্ষা চায়।

মঙ্গলবার (৮ মার্চ) এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। খবর সিএনএনের।

তিনি বলেন, বিতর্কের ভয় পায় ন্যাটো জোট। আমরা বুঝে গেছি-ন্যাটো ইউক্রেনকে সদস্যপদ দিতে প্রস্তুত নয়। রাশিয়ার সঙ্গে সংঘাতে যেতেও চায় না তারা। এ ছাড়া রাশিয়ার প্রতি সুর নরম করে ইউক্রেন প্রেসিডেন্ট দুই অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টিও মেনে নেওয়ার ইঙ্গিত দিয়েছেন।

জেলেনস্কি জানান, দোনেস্ক ও লুহানস্কের বিষয়েও ছাড় দিতে রাজি আছেন তিনি। অর্থাৎ এ দুই অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে রাশিয়ার যে দাবি, সেটি তিনি মেনে নেওয়ার ইঙ্গিত দিয়েছেন।

বিভি/এইচএস

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2