• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

সুমিতে রুশ হামলায় তিন শিশুসহ নিহত ২২

প্রকাশিত: ১৬:১৪, ৯ মার্চ ২০২২

ফন্ট সাইজ
সুমিতে রুশ হামলায় তিন শিশুসহ নিহত ২২

সংগৃহীত ছবি

ইউক্রেনের সুমি শহরে রাশিয়ার বিমান হামলায় তিন শিশুসহ ২২ জন নিহত হয়েছেন। সুমির আঞ্চলিক গভর্নর দিমিত্রো জিভিটস্কি বলেন, রাশিয়া রাতভর শহরের উত্তর-পূর্বে একটি আবাসিক এলাকায় বোমা হামলা করেছে। এই ঘটনাকে ‘গণহত্যা’ হিসেবে অভিহিত করেছেন তিনি।

তিনি বলেছেন, এক রাতেই তিনটি বোমা...এটা ছিলো ভয়াবহ একটি রাত। একটি বাড়িতে নয়জন নিহত হয়েছেন। ছয়টি বাড়ি ধ্বংস হয়ে গেছে, আরও অন্তত ২০টি বাড়ি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর আগে শহর কর্তৃপক্ষ জানিয়েছিলো, প্রায় পাঁচ হাজার মানুষকে সুমি থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। এদিকে ইউক্রেন থেকে বাংলাদেশিদের উদ্ধারে সহায়তা করায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুদ্ধকবলিত দেশটিতে আটকাপড়া ভারতীয়দের উদ্ধারে ‘অপারেশন গঙ্গা’ পরিচালনা করা হয়। এই অভিযানে তারা নাগরিকদের নিরাপদ স্থানে সরিয়ে আনতে বিশেষ ফ্লাইট পরিচালনা করেছেন।

এই সময়ে ভারতীয়দের পাশাপাশি বাংলাদেশি, পাকিস্তানি, নেপালি ও তিউনিশিয়ার নাগরিকদের উদ্ধার করা হয়েছে। অভিযানে ইউরোপীয় দেশটি থেকে নয় বাংলাদেশিকে উদ্ধার করেছে ভারত। আর পাকিস্তানি উদ্ধার হয়েছেন একজন।

ফেব্রুয়ারির শেষ দিক থেকেই নাগরিকদের উদ্ধারের চেষ্টা করেছে ভারতীয় সরকার। কিন্তু যুদ্ধ পূর্ণাঙ্গ রূপ নেওয়ায় কাজটি সহজ ছিলো না। বিশেষ করে সুমি অঞ্চলে ৭০০ ভারতীয় আটকা পড়েছিলেন। বারবার চেষ্টা সত্ত্বেও তারা সেখান থেকে বেরিয়ে আসতে পারছিলেন না।

যুদ্ধাঞ্চল থেকে লোকজন যাতে নিরাপদ স্থানে চলে যেতে পারেন, তা নিশ্চিত করতে রাশিয়া-ইউক্রেনের কয়েক দফা বৈঠক হয়েছে। মানবিক করিডোর স্থাপনে তারা যুদ্ধবিরতিও ঘোষণা করেছেন। ভারতে রুশ দূতাবাস থেকে মানবিক করিডোরের একটি তালিকাও প্রকাশ করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন-এর সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। ইতিমধ্যে ইউক্রেনের প্রায় ২০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এছাড়া দেশটির দুই হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত এবং রাশিয়ার ১১ হাজার সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন।

অন্যদিকে রাশিয়া দাবি করেছে, যুদ্ধে তাদের ৪৯৮ সৈন্য নিহত এবং ইউক্রেনের দুই হাজার ৮৭০ জনের বেশি ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন। এছাড়া জাতিসংঘ জানিয়েছে, রুশ হামলায় এখন পর্যন্ত ইউক্রেনের ৩৬৪ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। যদিও সংস্থাটি বলেছে, এটি নিশ্চিত যে প্রকৃত হতাহতের সংখ্যা হয়তো অনেক বেশি। 

সূত্রঃ বিবিসি।
 

বিভি/এএন

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2