• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ইউক্রনের শিশু হাসপাতালে বোমা হামলাঃ ‍‘যুদ্ধাপরাধ’ বললেন জেলেনস্কি

প্রকাশিত: ১০:৪১, ১০ মার্চ ২০২২

আপডেট: ১২:৪৮, ১০ মার্চ ২০২২

ফন্ট সাইজ
ইউক্রনের শিশু হাসপাতালে বোমা হামলাঃ ‍‘যুদ্ধাপরাধ’ বললেন জেলেনস্কি

ইউক্রেনের মারিওপোলি শহরে মা ও শিশু হাসপাতালে বুধবার (৯ মার্চ) রাশিয়ার হামলায় ১৭ জন আহত হয়েছেন। যুদ্ধবিরতি চলাকালে এই হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে আখ্যা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি।

এক ভিডিও বার্তায় জেলনস্কি বলেন, হাসপাতালের ধ্বংস্তুপের নিচে অনেকে আটকা পড়ে আছেন। 

হাসপাতালে হামলার ঘটনায় ব্যাপক প্রতিক্রিয়া দেখিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক স্টিফানে ডুজারিখ। তিনি বলেছেন, যেখানে স্বাস্থ্যসেবা দেয়া হয়, সেখানে কোনোভাবেই হামলা চালানো উচিৎ নয়। স্বাস্থ্যসেবাকে চরমভাবে বাধাগ্রস্ত করবে এই হামলা।

তিনি আরও জানান, রাশিয়ান আগ্রাসনের পর এখন পর্যন্ত ২০ লাখের বেশি মানুষ ইউক্রেন ছেড়েছে, যার মধ্যে নারী ও শিশুই বেশি। হাসপাতালে এই হামলাকে নিষ্ঠুর ও অমানবিক বলেছে যুক্তরাষ্ট্র।

এদিকে, যুদ্ধ পরিস্থিতি নিয়ে তুরস্কে বৈঠক করতে যাচ্ছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এবং ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা। বেলারুশে রাশিয়া ও ইউক্রেন সরকারের প্রতিনিধিরা দফায় দফায় বৈঠকে বসলেও এই প্রথমবারের মতো দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। 

বিভি/রিসি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2