ইউক্রেনের ৯৭৪টি ট্যাংকসহ বহু সামরিক যান ধ্বংসের দাবি রাশিয়ার

ছবি সংগৃহিত
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার সশস্ত্র বাহিনী ইউক্রেনের ৯৭৪টি ট্যাংক এবং অন্যান্য বহু সামরিক যান ধ্বংস করেছে।
বৃহস্পতিবার (১০ মার্চ) রাশিয়ার সংবাদ সংস্থা তাসের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে রয়টার্স। বুধবার (৯ মার্চ) রাশিয়ার প্রতিরক্ষা বাহিনী এই তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, রাশিয়ার বাহিনী ইউক্রেনের ৯৭টি ড্রোন ভূপাতিত করেছে।
গত ২৪ ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশের পর থেকে রাশিয়ার সামরিক বাহিনী ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করে। জীবন বাঁচাতে প্রায় ২০ লাখের বেশি মানুষ ইউক্রেনিয়ান দেশ ছেড়েছেন।
বিভি/এইচএস
মন্তব্য করুন: