• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

‘কাউন্সিল অব ইউরোপ’ ছাড়লো রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:২৫, ১১ মার্চ ২০২২

আপডেট: ১২:৩৪, ১১ মার্চ ২০২২

ফন্ট সাইজ
‘কাউন্সিল অব ইউরোপ’ ছাড়লো রাশিয়া

ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো মানবাধিকার, আইনের অনুশাসন এবং গণতন্ত্রের অবমূল্যায়ন করার অভিযোগ তুলে মানবাধিকার সংস্থা ‘কাউন্সিল অব ইউরোপ’ থেকে বের হয়ে গেছে রাশিয়া। সংবাদ সংস্থা তাসের বরাতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এমনটা জানিয়েছে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটো দেশগুলো ‘রাশিয়ার প্রতি বন্ধুভাবাপন্ন নয়’। ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটো দেশগুলোর বিরুদ্ধে তারা এমনও অভিযোগ তুলেছে যে তারা কাউন্সিলে তাদের সংখ্যাগরিষ্ঠতার সুযোগ নিচ্ছে।

ইউরোপের সবচেয়ে পুরনো রাজনৈতিক প্রতিষ্ঠান কাউন্সিল অব ইউরোপ, যারা মহাদেশে মানবাধিকার, গণতন্ত্র ও আইনের শাসন বজায় রাখার উদ্দেশে কাজ করে।

ইউরোপের সবচেয়ে পুরনো রাজনৈতিক প্রতিষ্ঠান কাউন্সিল অব ইউরোপ, যারা মহাদেশে মানবাধিকার, গণতন্ত্র ও আইনের শাসন বজায় রাখার উদ্দেশে কাজ করে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৯ সালে এই সংস্থার প্রতিষ্ঠা হয়।

এদিকে তুরস্কের আন্তালিয়া শহরে রাশিয়া ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে শান্তি আলোচনার পর তুর্কী পররাষ্ট্রমন্ত্রী মেভলিত সাভাসগলু এই বৈঠককে ‘গুরুত্বপূর্ণ সূচনা’ বলে উল্লেখ করেছেন।

বহুল প্রতীক্ষিত এ বৈঠকে এখনো সুফল না এলেও দিমিত্রি কুলেবা আবারও লাভরভের সঙ্গে আলোচনায় বসতে চান।

ইউক্রেনে রুশ সামরিক অভিযান বৃহস্পতিবার (১০ মার্চ) ১৫তম দিনে গড়িয়েছে। তুরস্কে শান্তি আলোচনা শুরুর প্রাক্কালে বুধবার (৯ মার্চ) রাতেও ইউক্রেনে রুশ হামলা অব্যাহত ছিলো।

বিভি/এইচএস

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2