পুতিন ও তাঁর সেনাবাহিনীর নিন্দা জানিয়ে পোস্ট দেওয়া যাবে ফেইসবুকে

পুতিন
ইউক্রেনে রুশ আগ্রাসন নিয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তাঁর সেনাবাহিনীর তীব্র নিন্দা জানিয়ে যে কোনো পোস্ট দিতে পারবেন সেইসবুক ও ইনস্টাগ্রামের ব্যবহারকারীরা, জানিয়েছে মেটা কর্তৃপক্ষ।
শুক্রবার মেটার মুখপাত্র জানান, ইউক্রেনে হামলাকারীদের মরণ কামনা করেও যদি কেউ পোস্ট দেয়, তা মুছে ফেলবে না ফেসবুক ও ইনস্টাগ্রাম। তীব্র সমালোচনা করা যাবে রুশ প্রেসিডেন্ট পুতিন ও বেলারুশের প্রেসিডেন্ট লুকাশেঙ্কার। রুশ সেনাবাহিনীর সহিংসতা নিয়ে যে কোন পোস্ট দেয়ার অনুমতি পাবেন ইউক্রেনসহ রাশিয়া ও পোল্যান্ডের ইউজাররা। তবে রুশ বেসামরিক নাগরিকদের নিয়ে কোনো বিরুপ মন্তব্য পোস্ট অনুমোদন দেবে না মেটা।
যদিও এর আগে, ইউক্রেন ইস্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে অস্থিতিশীলতা ছড়ায় - এমন সব ধরনের পোস্টের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল ফেসবুক। নতুন করে নীতি পরিবর্তনের কারণে মার্কিন এ টেক জায়ান্টকে উগ্রপন্থী কার্যকলাপ বন্ধের আহ্বান জানিয়েছে রাশিয়া। যুক্তরাষ্ট্রের রুশ দূতাবাস জানায়, এর মাধ্যমে বিনা বিচারে রুশ সেনাবাহিনীকে অপরাধী হিসেবে আখ্যা দেয়া হচ্ছে। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে মোটেও কাম্য নয়।
মন্তব্য করুন: