পানি দিয়ে শক্তিশালী বোমা নিষ্ক্রিয় করে তাক লাগালেন ইউক্রেনি যুবক

টুইট থেকে সংগৃহিত
সামাজিক যোগাযোগ মাধ্যমের বদৌলতে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের বিভিন্ন ভিডিও ছড়িয়ে পড়ছে বিশ্বজুড়ে। চলছে নানান আলোচনা-সমালোচনা। এর মধ্যে কিছু কিছু ভিডিও গা ঝিমওি ধরিয়ে দিচ্ছে দর্শকদের। সম্প্রতি টুইটারে প্রকাশিত তেমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে নেট মাধ্যমে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, ইউক্রেনের এক ব্যক্তি পানি হাতে নিস্ক্রিয় করছে রাশিয়ার বোম। যা অবাক করেছে দর্শকদের।
এক নজরে দেখে নিন সেই ভিডিও
This #Russia-dropped bomb would flatten a building — and yet these #Ukraine EODs defuse it with 2 hands and a bottle of water, while shells audibly land nearby.
— Charles Lister (@Charles_Lister) March 9, 2022
Mind boggling bravery.pic.twitter.com/KvCZeOxRyz
ভাইরাল হওয়া ভিডিওটি চার্লেস লিস্টার নামের একজন ট্যুইটারে শেয়ার করেছেন। ভিডিওতে দেখা যায়, রুশ সেনাদের ছোঁড়া একটি বোম ফেটে যাওয়ার আগ মুহূর্তে এক ব্যক্তি হাত দিয়ে ধরে ও পানি ঢেলে নিষ্ক্রিয় করার চেষ্টা করছেন।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, বর্তমানে ইউক্রেনের ওপর টসওয়ানএ বোমা নিক্ষেপ করছে রাশিয়া। ওই বোমাগুলির বিস্ফোরণের তীব্রতা মানবদেহের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গকে বিকল করে দিতে পারে। বিশেষ করে মানবদেহের ফুসফুস সংক্রমিত হতে পারে। এটি তেমনই একটি বোমা যা খুবই শক্তিশালী এবং তা ফাটলে ক্ষয়ক্ষতির পরিমান অনেক বেশি হতে পারত।
এত ঝুঁকিপূর্ণ জেনেও ওই ব্যক্তির এমন সাহস দেখে প্রশংসা করছে গোটা বিশ্ব। নিজের দেশকে বাঁচানোর জন্য এমন সাহস নজর কেড়েছে সবার। যা মুহূর্তে ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে।
বিভি/কেএস
মন্তব্য করুন: