• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ইউক্রেনের ধ্বংসলীলার তালিকা প্রকাশ করলো রাশিয়া

প্রকাশিত: ২১:৫৯, ১২ মার্চ ২০২২

ফন্ট সাইজ
ইউক্রেনের ধ্বংসলীলার তালিকা প্রকাশ করলো রাশিয়া

ছবি: এপি

ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত সাড়ে তিন হাজার সামরিক লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে রাশিয়া।

শুক্রবার (১১ মার্চ) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগোর কোনাশেঙ্কভ এই দাবি করেন। তিনি বলেন, ‘ইউক্রেনের ৩,৪৯১টি সামরিক অবকাঠামো ধ্বংস করা হয়েছে যার মধ্যে ১২৩টি ড্রোন, ১,১২৭টি ট্যাংক ও অন্যান্য আর্মার্ড কম্ব্যাট ভেহিক্যাল, ১১৫টি মাল্টিপল লাঞ্চ রকেট সিস্টেম, ৪২৩টি ফিল্ড আর্টিলারি গান ও মর্টার এবং ৯৩৪টি স্পেশাল মিলিটারি ভহিক্যাল রয়েছে।’ছবিঃএপি

রাশিয়ার সেনারা অগ্রাভিযান অব্যাহত রেখেছে বলে জানিয়ে তিনি আরও বলেন, গত ২৪ ঘণ্টায় রুশ সেনারা ৫টি ড্রোন ও একটি টোচকা-ইউ মিসাইল ধ্বংস  করেছে। একই সময়ে দোনবাস ও লুহানস্ক প্রজাতন্ত্রের গেরিলারা ইউক্রেনের সেনাদের বিরুদ্ধে পাল্টা হামলা চালিয়ে আরও এলাকা মুক্ত করেছে।

বিশেষ সামরিক অভিযান শুরুর পর থেকে রুশ সেনারা ইউক্রেনের সামরিক লক্ষ্যবস্তুগুলো ধ্বংস করার জন্য প্রিসিশন উইপন ব্যবহার করছে। এসব অস্ত্র সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে অত্যন্ত নিখুঁতভাবে আঘাত হানতে পারে বলেও জানায় দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।  ছবিঃএপি

বিভি/কেএস

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2