• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

রাশিয়ার সঙ্গে যুদ্ধে ১৩০০ ইউক্রেনীয় সেনা নিহত : জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২২:৫৩, ১২ মার্চ ২০২২

আপডেট: ২৩:২২, ১২ মার্চ ২০২২

ফন্ট সাইজ
রাশিয়ার সঙ্গে যুদ্ধে ১৩০০ ইউক্রেনীয় সেনা নিহত : জেলেনস্কি

রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেনের ১৩০০ সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শনিবার (১২ মার্চ) কিয়েভে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। খবর বিবিসির।

জেলেনস্কি বলেন, রাশিয়ার বিরুদ্ধে লড়তে গিয়ে যুদ্ধের ১৭ দিনে ১৩০০-এর মতো সেনা নিহত হয়েছেন। 

তবে রাশিয়া বলছে, যুদ্ধে তাদের প্রায় ৫০০ সৈন্য নিহত এবং ইউক্রেনের আড়াই হাজারের বেশি সেনা নিহত হয়েছেন।

এদিকে পশ্চিমা সূত্রগুলো বলছে, শুক্রবার পর্যন্ত রাশিয়ার ছয় হাজার সেনা নিহত হয়েছেন। এ ছাড়া যুদ্ধে ইউক্রেনের দুই হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত এবং রাশিয়ার ১২ হাজার সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। 

জাতিসংঘ জানিয়েছে, রুশ অভিযানে ইউক্রেনে ৫৬৪ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৪১ শিশু রয়েছে। 

তবে এই তিনপক্ষ থেকে এগিয়ে যুক্তরাষ্ট্র বলছে, ইউক্রেনে আনুমানিক ৫ থেকে ৬ হাজার রুশ সেনা নিহত হয়েছে। 

গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। ইতোমধ্যে ইউক্রেন ছেড়েছেন ২৫ লাখের বেশি মানুষ। সূত্র : বিবিসি

বিভি/এইচএস

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2