ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং
রাশিয়া-ইউক্রেন ইস্যুতে বাংলাদেশের অবস্থান সঠিক

সংগৃহীত ছবি
রাশিয়া-ইউক্রেন ইস্যুতে বাংলাদেশের অবস্থান সঠিক বলে মত ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিংয়ের। রাজধানীর হোটেল সোনারগাঁয়ে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন।
করোনা মহামারীর পর প্রথম কোন অনুষ্ঠানে যোগ দিয়ে রাষ্ট্রদূত লি জিমিংয়ে জানান, ইউক্রেন ইস্যুতে যেকোন শান্তিপূর্ণ আলোচনায় ফ্যাসিলিটেট করতে প্রস্তুত তার দেশ। দুপক্ষকেই আলোচনায় বসতে আহ্বান জানিয়েছেন চীন। তিনি জানিয়েছেন, শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে জাতিসংঘ সনদ অনুযায়ী রাশিয়া- ইউক্রেন আলোচনা চায় চীন।
ইউক্রেন ইস্যুতে বাংলাদেশের অবস্থান সঠিক বলে মনে করেন চীনা রাষ্ট্রদূত লি জিমিংয়ে।
আরও পড়ুন:
বাংলাদেশে মিসাইল রক্ষণাবেক্ষণে কারখানা স্থাপনের খবর নিয়েও কথা বলেন চীনা রাষ্ট্রদূত। চীন বিদেশে কোন সামরিক বেইজ করতে চায় না জানিয়ে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে মিসাইল রক্ষণাবেক্ষণাগার তৈরি করার প্রস্তুতি নিচ্ছে চীন' - এ বিষয়ে কোন খবর তার জানা নেই জানিয়ে তিনি বলেন বিষয়টি খতিয়ে দেখা হবে।
লি জিমিং জানান, রোহিঙ্গা সংকটের সমাধানে এখনো উল্লেখযোগ্য অগ্রগতি নেই। রাখাইনে নিরাপদ পরিবেশ তৈরিতে মিয়ানমারের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে চীন। উইঘুরে মুসলিম নির্যাতনের ঘটনা পশ্চিমাদের অপপ্রচার বলে দাবি করেন তিনি।
মন্তব্য করুন: