• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

রুশ হামলায় মারিউপোলেই ঝরলো ২১৮৭ প্রাণ, হামলা আরও তীব্র হচ্ছে

প্রকাশিত: ২২:৫৩, ১৩ মার্চ ২০২২

আপডেট: ০০:১৯, ১৪ মার্চ ২০২২

ফন্ট সাইজ
রুশ হামলায় মারিউপোলেই ঝরলো ২১৮৭ প্রাণ, হামলা আরও তীব্র হচ্ছে

ছবি: এপি

গত ১৭ দিনের যুদ্ধে রুশ বাহিনীর হামলায় ইউক্রেনের শুধু মারিউপোল সিটিতেই ২১৮৭ জন বাসিন্দার প্রাণহানীর ঘটনা ঘটেছে। 

রবিবার (১৩ মার্চ) এই তথ্য জানিয়েছে মারিউপোল সিটি কাউন্সিল। ছবিঃ এপি

এক বিবৃতিতে তারা জানায়, গত ২৪ ঘণ্টায় বেসামরিক শহরটিতে কমপক্ষে ২২টি বোমা হামলা হয়েছে। ইতিমধ্যে মারিউপোলে ১০০ টিরও বেশি বোমা নিক্ষেপ করা হয়েছে। ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার আক্রমণ শুরু হওয়ার পর থেকে ২,১৮৭ জন বাসিন্দাকে হত্যা করা হয়েছে।

এদিকে, রাশিয়ান সৈন্যরা পূ্র্বদিকে থেকে ইউক্রেনের রাজধানীতে কিয়েভের দিকে অগ্রসর হওয়া চেষ্টা করছে। রাশিয়ান ইউনিটগুলি শহরতলির ব্রাউয়ারি এবং বোরিস্পিলের দিক থেকে ই৯৫ রুট অতিক্রম করেছিল বলে দাবি করেছে ইউক্রেন সেনাবাহিনী।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, কিইভের রাস্তাগুলি ফাঁকা ছিল। প্রত্যেকেই সবচেয়ে খারাপের জন্য প্রস্তুতি নিচ্ছে।

অপরদিকে ইউক্রেনের ইয়াভোরিভ সামরিক প্রশিক্ষণ ঘাঁটিতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বেড়ে দাঁড়িয়েছে ৩৫। রোববার (১৩ মার্চ) লভিভের আঞ্চলিক প্রশাসন এ তথ্য জানায়। ভোরের এ ক্ষেপণাস্ত্র হামলায় আহত আরও ১৩৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।ছবিঃএপি

বিভি/কেএস

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2