• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ইউক্রেন ইস্যুতে শীর্ষ পর্যায়ের বৈঠকে বসছে চীন ও যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ১৪:২৭, ১৪ মার্চ ২০২২

ফন্ট সাইজ
ইউক্রেন ইস্যুতে শীর্ষ পর্যায়ের বৈঠকে বসছে চীন ও যুক্তরাষ্ট্র

ফাইল ফটো

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ ইস্যুতে জরুরি বৈঠকে বসতে যাচ্ছে চীন ও যুক্তরাষ্ট্র। দুই দেশের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা আজ রোমে বসতে পারেন বলে জানিয়েছে হোয়াইট হাউস।

গতকাল রবিবার (১৩ মার্চ) যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র এমিলি হর্ণ এক বিবৃতিতে বলেছেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান এবং চীনের কমিউনিস্ট পার্টির প্রধান কুটনীতিক ইয়াঙ জিয়েচি দু’দেশের চলমান প্রতিযোগিতার বিষয় এবং ইউক্রেনে রাশিয়ার হামলার আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা প্রভাব নিয়ে আলোচনা করবেন।

এদিকে বৈঠকের আয়োজনের মধ্যেই চীনকে সতর্ক করে যুক্তরাষ্ট্র বলেছে, ইউক্রেনে হামলার কারণে রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা এড়াতে চীন যদি কোন সহযোগিতা করে তাহলে দেশটিকে এর জন্যে ভয়ঙ্ককর পরিণাম ভোগ করতে হবে। রাশিয়ার ওপর আরোপিত অবরোধ এড়াতে চীন মস্কোকে কোন ধরনের সহায়তা করছে কি-না হোয়াইট হাউস তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলেও জানানো হয়। 

এর আগে জাতিসংঘের একাধিক সভায় ইউক্রেনে হামলার ঘটনায় রাশিয়ার প্রতি সরাসরি নিন্দা জানাতে অস্বীকৃতি জানিয়েছে চীন। বরং বেইজিং পূর্বাঞ্চলে ন্যাটোর সম্প্রসারণের নিন্দা এবং এ কারণে রুশ ইউক্রেন পরিস্থিতি সংকটে রূপ নিয়েছে বলে মন্তব্য করেছে।

বিভি/কেএস

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2