ইউক্রেনে জাতিসংঘ শান্তিরক্ষীদের প্রয়োজন নেইঃ রাশিয়া

প্রায় তিন সপ্তাহব্যাপী চলছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। কোনো আলোচনায়ই এখনো ফলপ্রসূ হয়নি। এদিকে বেড়েই চলেছে রাশিয়ার সামরিক আগ্রাসন। ইউক্রেনও তাদের রক্ষার্থে শক্ত প্রতিরোধ গড়ে তোলার প্রচেষ্টায়।
এমন পরিস্থিতিতে রুশ সংবাদ মাধ্যমের বরাতে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, মস্কো বলছে, ইউক্রেনে জাতিসংঘের শান্তি রক্ষীদের পাঠানোর কোনো প্রয়োজনীয়তা নেই।
আরও পড়ুন:
- ‘নো-ফ্লাই জোন না করলে ন্যাটোভুক্ত দেশেও হামলা চালাবে রাশিয়া’
- ইউক্রেন ইস্যুতে শীর্ষ পর্যায়ের বৈঠকে বসছে চীন ও যুক্তরাষ্ট্র
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সংস্থা বিভাগের পরিচালক পিয়োটর ইলিয়েচেভের বরাতে রুশ বার্তাসংস্থা আরআইএ বলছে, যেহেতু ইউক্রেন রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে, সেখানে শান্তিরক্ষীর কোনো প্রয়োজন নেই।
এদিকে ইউক্রেন সংকট নিয়ে সোমবার ফের বৈঠকে বসতে যাচ্ছে মস্কো ও কিয়েভ। আগে উভয় দেশের প্রতিনিধিরা মুখোমুখি বসলেও এবার ভিডিও কনফারেন্সে বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।
বিভি/এসআই/রিসি
মন্তব্য করুন: