• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

পুতিনের সঙ্গে দেখা করতে চেয়েছেন জেলেনেস্কি

প্রকাশিত: ১৯:১০, ১৪ মার্চ ২০২২

আপডেট: ১৯:৩১, ১৪ মার্চ ২০২২

ফন্ট সাইজ
পুতিনের সঙ্গে দেখা করতে চেয়েছেন জেলেনেস্কি

রাশিয়া-ইউক্রেন চরম সংঘাতের মধ্যেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করার আগ্রহ প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
 
সেমাবার (১৪ মার্চ) এক ভিডিও বার্তায় এই আগ্রহের কথা জানান জেলেনস্কি। এ ধরনের বৈঠক আয়োজন করা কঠিন হলেও অসম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন:

জেলেনস্কি বলেন, ‘রাশিয়ান ফেডারেশনের সঙ্গে এখন আলোচনা করা দরকার। আমাদের দেশের আলোচকরা প্রতিদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনা করছেন। আমাদের প্রতিনিধি দলের সবকিছু করার ব্যাপারে সুস্পষ্ট দায়িত্ব রয়েছে। তাদের দায়িত্ব হচ্ছে দুই প্রেসিডেন্টের মধ্যে বৈঠকের আয়োজন করা। আমি নিশ্চিত যে, লোকজন এমন একটি বৈঠকের জন্য অপেক্ষা করছে।’

তবে পুতিনের এই প্রস্তাবের বিপরীতে রাশিয়ার পক্ষ থেকে কোনো জবাব এখনো পাওয়া যায়নি। 

এদিকে, আজই রাশিয়া এবং ইউক্রেনের আলোচক দলের নতুন করে বৈঠকে বসার কথা রয়েছে। চতুর্থ দফার বৈঠক ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিভি/কেএস

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2