• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

সংবাদের লাইভে ঢুকে যুদ্ধবিরোধী বিক্ষোভ রাশিয়ায় 

প্রকাশিত: ১৩:২১, ১৫ মার্চ ২০২২

ফন্ট সাইজ
সংবাদের লাইভে ঢুকে যুদ্ধবিরোধী বিক্ষোভ রাশিয়ায় 

রাশিয়ায় যুদ্ধ বিরোধীদের তৎপরতা যেন বেড়েই চলেছে। এবার যুদ্ধ বিরোধী এক নারীকে দেখা গেলো টিভি লাইভ খবরে। রাশিয়ার সরকারি টিভি চ্যানেলে ‘চ্যানেল ওয়ান’ সোমবার (১৪ মার্চ) খবর পড়ছিলেন এক নারী। লাইভ টেলিকাস্টের সেই সময় মেরিনা ওভিসইয়াননিকোভা নামে সংবাদ উপস্থাপকের আরেক সহকর্মী প্লে-কার্ড হাতে তার পেছনে দাড়ান। প্লে-কার্ডে লেখা ছিলো  ‘যুদ্ধ নয়, যুদ্ধ বন্ধ করো, প্রচারণায় বিশ্বাস করো না, তারা মিথ্যা কথা বলছে’। জানা গেছে, ঔ নারীও চ্যানেল ওয়ানের কর্মচারি। 

বিবিসি’র প্রতিবেদনে বলা হয়েছে, সংবাদ প্রচারের সময় যখন ওই নারী প্লে-কার্ড হাতে দাড়ান তখন তার কন্ঠও শোনা যাচ্ছিলো। ওই নারী বলছিলেন, ‘যুদ্ধকে না বলুন। বন্ধ করুন যুদ্ধ।’ রাশিয়ার জনগনকে যুদ্ধের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বানও জানান তিনি। কেবল জনগণই পারে যুদ্ধ বন্ধ করতে পারে বলেও মন্তব্য করেন তিনি। 

বিবিসি আরও বলছে, রাশিয়ার সরকারি গণমাধ্যমগুলোয় যুদ্ধকে বিশেষ সেনা অভিযান হিসেবে অভিহিত করে। তাই যুদ্ধে রাশিয়া সরকারকে সমর্থন করে না এমন গণমাধ্যম যেমন রেডিও স্টেশন ইকো অব মস্কো, অনলাইন টিভি চ্যানেল টিভি রেইনসহ আরও কিছু গণমাধ্যমের সম্প্রচার বন্ধ করে দিয়েছে মস্কো। 

সূত্রঃ বিবিসি।

বিভি/এসআই/এএন

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2