• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ফলোয়ার ৯০ লাখ, ভোটে দাঁড়িয়ে পেলেন মাত্র দেড় হাজার!

প্রকাশিত: ১৭:০২, ১৫ মার্চ ২০২২

ফন্ট সাইজ
ফলোয়ার ৯০ লাখ, ভোটে দাঁড়িয়ে পেলেন মাত্র দেড় হাজার!

নায়িকা সাবেক মিস বিকিনি ইউনিভার্স ইন্ডিয়া অর্চনা গৌতম এবার উত্তরপ্রদেশের হস্তিনাপুর বিধানসভা থেকে কংগ্রেসের হয়ে ভোটে লড়েছিলেন। সেখানে মাত্র ১৫১৯ ভোট পেয়েছেন তিনি। হস্তিনাপুরে লক্ষ হাজার ৫৮৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী দীনেশ।

দ্বিতীয় স্থানে ছিলেন সমাজবাদী পার্টি যোগেশ ভর্মা। তিনি পান লক্ষ ২৭৫ ভোট।

অথচ অর্চনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক জনপ্রিয়। ইনস্টাগ্রামে লক্ষ ৫৬ হাজার ফলোয়ার তাঁর। ফেসবুকে তার অনুসারীর সংখ্যা সাড়ে ৮৫ লাখ। সব মিলিয়ে ৯০ লাখেরও বেশি অনুসারীর এই তারকা এত জনপ্রিয়তা নিয়েও নির্বাচনে এমন ভরাডুবিতে হতাশ। 

সামাজিক যোগাযোগ মাধ্যমের ফলোয়ার, লাইক, কমেন্টস যে বাস্তব জীবনের সঙ্গে অনেক ক্ষেত্রেই সমান্তরাল নয় তা প্রমাণ হলো ভারতের একটি নির্বাচনে। এমন ভোটের কারণ হিসেবে অবশ্য একটি সম্ভাব্য উত্তর দিয়েছেন অর্চনা নিজেই। ভোটের ফলাফল প্রকাশের পর টুইটারে অর্চনা লিখেছেন, ‘হস্তিনাপুরের মানুষ আমাকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। কিন্তু বিশ্বাস করে উঠতে পারেননি।

যদিও অর্চনাকে নিয়ে ভোটের আগেই বিতর্ক শুরু হয়েছিল। কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশ হতেই অর্চনার পুরোনো বিকিনি পরা ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

উল্লেখ্য, ২০১৮ সালেমিস বিকিনি ইউনিভার্সপ্রতিযোগিতায় সেরার খেতাব পেয়েছিলেন অর্চনা গৌতম। সেই সুবাদে বলিউডের বেশ কিছু ছবিতে অভিনয়ের সুযোগ পান তিনি। এমনকি এখনও আঞ্চলিক ছবিতে অভিনয় করেন অর্চনা।

সূত্র : হিন্দুস্তান টাইমস।

বিভি/এনএম

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2