ইউক্রেন যাচ্ছেন তিন দেশের প্রধানমন্ত্রী

পোল্যান্ড, চেক রিপাবলিক ও স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী জেলেনস্কির সঙ্গে দেখা করতে ইউক্রেইন সফরে যাচ্ছেন। বিবিসি বলছে, সফরের বিষয়টি নিশ্চিত করেছেন পোল্যান্ড সরকার।
জানা গেছে, যুদ্ধে ইউক্রেনকে পুরো ইউরোপীয় ইউনিয়নের ‘দ্ব্যর্থহীন সমর্থন’ প্রকাশের উদ্দ্যেশেই এই সফর। এই তিন প্রধানমন্ত্রী ‘ইউরোপিয়ান কাউন্সিলের প্রতিনিধি’ হিসেবে ইউক্রেইন সফরে যাচ্ছেন। এই সফরে ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল ও ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লায়েনের সম্মতি আছে বলে জানিয়েছে বিবিসি।
আরও পড়ুন:
চেক রিপাবলিকের প্রধানমন্ত্রী বলেছেন, আমরা স্বাধীনতা ও মুক্তিতে বিশ্বাসী। তাই ইউক্রেনের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত এবং পাশে থাকার জন্যেই এই ভ্রমণ।
বিভি/এসআই/রিসি
মন্তব্য করুন: