হিজাবের বিপক্ষেই রায় দিলো ভারতের আদালত

প্রতীকী ছবি
ভারতের কর্নাটক রাজ্যের হাইকোর্ট জানিয়ে দিয়েছে, সরকারি স্কুল-কলেজে ছাত্রছাত্রীরা কী পোশাক পরে আসবে, সেই ইউনিফর্ম কোড বেঁধে দেওয়ার পূর্ণ অধিকার কর্তৃপক্ষের আছে।
মঙ্গলবার (১৫ মার্চ) শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পরার অধিকার চেয়ে কর্নাটকের মুসলিম ছাত্রীর করা আবেদন খারিজ করে দিয়ে একথা জানিয়েছেন সেখানকার আদালত। রায়ে মেয়েদের হিজাব পরা কখনোই ইসলাম ধর্মের অপরিহার্য অংশ নয় বলেও মন্তব্য করেন আদালত।
প্রধান বিচারপতির নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ মুসলিম ছাত্রীর আবেদন খারিজ করে দিয়ে বলেছেন, ভারতীয় সংবিধানের আর্টিকেল ২৫-এ যে ধর্মীয় স্বাধীনতার অধিকার দেয়, হিজাব পরার বিষয়টি তার আওতায় পড়ে না।
এর আগে গত ফেব্রুয়ারি মাসে কর্নাটক রাজ্যে হাইস্কুল ও কলেজে মুসলিম মেয়েদের হিজাব পরে ক্লাসে আসা নিষিদ্ধ করা হয়। এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্ত হন মুসলিম এক শিক্ষার্থী।
বিভি/কেএস
মন্তব্য করুন: