• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

হিজাববিরোধী রায় চ্যালেঞ্জ করে সুপ্রিমকোর্টে মুসলিম শিক্ষার্থীরা

প্রকাশিত: ২২:১৪, ১৫ মার্চ ২০২২

ফন্ট সাইজ
হিজাববিরোধী রায় চ্যালেঞ্জ করে সুপ্রিমকোর্টে মুসলিম শিক্ষার্থীরা

ছবিঃপিটিআই

মঙ্গলবার সকালেই হিজাব সংক্রান্ত মামলায় রায় দিয়েছিলেন কর্নাটক হাইকোর্ট। সেখানে মুসলিম শিক্ষার্থীর করা আবেদন খারিজ করে দিয়ে আদালত বলেছিলেন, সরকারি স্কুল-কলেজে ছাত্রছাত্রীরা কী পোশাক পরে আসবে, সেই ইউনিফর্ম কোড বেঁধে দেওয়ার পূর্ণ অধিকার কর্তৃপক্ষের আছে। একইসঙ্গে মেয়েদের হিজাব পরা কখনোই ইসলাম ধর্মের অপরিহার্য অংশ নয় বলেও রায়ে মন্তব্য করেছিলেন আদালত।

বিকেলেই সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করেছেন মুসলিম শিক্ষার্থীরা। সংবাদসংস্থা পিটিআই এই তথ্য জানিয়েছে।

এর আগে গত ফেব্রুয়ারি মাসে কর্নাটক রাজ্যে হাইস্কুল ও কলেজে মুসলিম মেয়েদের হিজাব পরে ক্লাসে আসা নিষিদ্ধ করা হয়।  এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্ত হন মুসলিম শিক্ষার্থীরা। আবেদনকারীরা দাবি করেছিলেন, হিজাব পরা ইসলাম ধর্মে বাধ্যতামূলক। হিজাব নিষিদ্ধ করে তাদের ধর্ম পালনে বাধা দেওয়া হচ্ছে। 

তবে মঙ্গলবার সকালে দেওয়া রায়ে আবেদনকারীদের সেই দাবিকে নাকচ করে দিয়ে হাইকোর্টের বেঞ্চ বলেছে, মেয়েদের হিজাব পরা কখনোই ইসলাম ধর্মের অপরিহার্য অংশ নয়। প্রতিষ্ঠানের ইউনিফর্ম নির্ধারণ করার পূর্ণ অধিকার রয়েছে স্কুল বা কলেজগুলির।

সুপ্রিমকোর্টে আবেদনের আগে শিক্ষার্থীদের আইনজীবী আনাস তানভির টুইটে লিখেছে, ‘উদুপি হিজাব কাণ্ডে আমার মক্কেলদের সঙ্গে দেখা করলাম এই। ইনশাআল্লাহ শীঘ্রই আমরা সুপ্রিম কোর্টে মামলা দায়ের করব। ইনশাআল্লাহ আশা করছি এই পড়ুয়ারা হিজাব পরার অধিকার বজায় রেখে তাদের পড়াশোনা চালিয়ে যেতে পারবে ভবিষ্যতে। এই মেয়েগুলি আদালত এবং সংবিধানের উপর নিজেদের আস্থা হারায়নি এখনও।’ সেই টুইটের কয়েক ঘণ্টা পরই সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়েছে।

বিভি/কেএস

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2