ইউক্রেনের পাশে পাকিস্তান, ওষুধসহ পাঠালো জরুরি সহায়তা

ইউক্রেন-রাশিয়া যুদ্ধে পাকিস্তানের সমর্থন কোনদিকে ছিল এটা শুরুতে স্পষ্ট ছিল। যুদ্ধের শুরুতেই রাশিয়া সফর করায় বিশ্বব্যাপী নিন্দার পাত্র হয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তবে হঠাৎই তিনি এক মানবিক কাজ করেছেন। ইউক্রেনে পাঠিয়েছেন জরুরি মানবিক সহায়তা।
মঙ্গলবার (১৫ মার্চ) রাতে ওষুধ, তাঁবু ও কম্বলরহ জরুরি সহায়তা পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি। বুধবার (১৬ মার্চ) এই খবর জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম সিএনএন।
আরও পড়ুন:
- কানাডার প্রধানমন্ত্রীসহ ৩১৩ জনের ওপর রুশ নিষেধাজ্ঞা
- ভারতকে জবাব দিতে ক্ষেপণাস্ত্র প্রস্তুত করেছিল পাকিস্তানও
পাক পররাষ্ট্রমন্ত্রী কুরেশি বলেন, ইসলামাবাদে নিযুক্ত ইউক্রেনীয় দূতাবাসের অনুরোধে এসব সহায়তা পাঠানো হয়েছে। এর মধ্যে রয়েছে তাঁবু, কম্বল, স্লিপিং ব্যাগ, জেনারেটর, সাবান, হ্যান্ডওয়াশ, ওষুধ এবং শিশুখাদ্য রয়েছে।
তিনি আরও বলেন, পাকিস্তানের সঙ্গে ইউক্রেনের সুসম্পর্কের ভিত্তিতেই দেশটিতে এসব সহায়তা পাঠানো হচ্ছে। সংলাপ ও কূটনীতির মাধ্যমে ইউক্রেনের বিদ্যমান পরিস্থিতির সমাধান দেখতে চায় পাকিস্তান।
বিভি/এ.জেড
মন্তব্য করুন: