সৌদি বাদশাহ সালমান হঠাৎ হাসপাতালে ভর্তি

সৌদি বাদশাহ সালমান হঠাৎ হাসপাতালে ভর্তি
সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল-সউদ স্বাস্থ্য পরীক্ষার জন্য রিয়াদের বাদশাহ ফয়সল স্পেশালিস্ট হাসপাতালে গিয়েছেন।
সৌদি রাজ দরবারের তরফ থেকে এক বিবৃতিতে জানানো হয়, বুধবার (১৬ মার্চ) দুপুরে স্বাস্থ্য পরীক্ষার জন্য বাদশাহ সালমান হাসপাতালে যান।
বিবৃতিতে আরও বলা হয়, ৮৬ বছর বয়সী বাদশাহর স্বাস্থ্য পরীক্ষা সফল হয়েছে। একইসাথে তার পেসমেকারের ব্যাটারিও বদলে দেয়া হয়েছে। চিকিৎসকরা তাকে কয়েক দিনের জন্য বিশ্রামেরও পরামর্শ দিয়েছেন।
সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশনে সৌদি বাদশাহের এক ভিডিও ক্লিপ প্রচার করা হয়। এই সময় তার ছেলে ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে তার সাথে দেখা যায়।
এর আগে ২০১৫ সালে সৌদি বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজের মৃত্যুর পর তৎকালীন যুবরাজ সালমান বিন আবদুল আজিজ বাদশাহ হন। ২০২০ সালে বাদশাহ সালমানের গলব্লাডার অপারেশন করা হয়।
মন্তব্য করুন: