যুদ্ধের আগুনে পুড়ছে সূর্যমুখী, তেল সংকটে ইউরোপ

প্রতীকী ছবি
যুদ্ধ নিঃসন্দেহে ক্ষতি বয়ে আনে। সেটা কখনো নির্দিষ্ট কোনো জাতির আবার কখনো কোনো অঞ্চল কিংবা পুরো বিশ্বেরও। ইউক্রেনে চলমান যুদ্ধও তেমনই ক্ষতি নিয়ে এসেছে অনেক দেশের জন্যই। বিশেষ করে এই যুদ্ধে বিপাকে পড়েছে ইউরোপের তেল ব্যবসায়ীরা।
তথ্য বলছে, ইউরোপের বাজারে ইউক্রেন থেকে প্রতিমাসে ২০০০ টন সূর্যমুখী তেল রফতানি করা হতো। এতদিন ইউরোপের চাহিদার ৩৫ থেকে ৪৫ শতাংশ সূর্যমুখী তেল যেতো ইউক্রেন থেকে। কিন্তু যুদ্ধের ফলে এই সরবরাহ বন্ধ হয়ে গেছে। সূর্যমুখী তেলের জোগানের অভাবে ইউরোপ এখন ভোজ্য তেলের কাজ চালাচ্ছে রেপসিড তেল কিংবা সয়াবিন তেল দিয়ে। যা প্রভাব ফেলছে পুরো বিশ্বের ভোজ্য তেলের বাজারে।
বিষয়টি নিয়ে ইতিমধ্যেই উদ্বেগও প্রকাশ করেছে ইউরোপে ভোজ্য তেল আমদানি করা সংস্থাগুলি। তারা বলছে, ইউক্রেন থেকে এতদিন ইউরোপের বিভিন্ন দেশে সূর্যমুখী তেল রফতানি করা হতো। যা ব্যাপকভাবে ধাক্কা খেয়েছে যুদ্ধের জেরে। ইউক্রেনের বিভিন্ন বন্দর এলাকায় রাশিয়া ব্যাপকভাবে হামলা চালানোয় দেখা দিয়েছে এই পরিস্থিতি।
ইউরোপের বাজারে ভোজ্য সূর্যমুখী তেলের টান পড়তে শুরু করেছে। কবে পরিস্থিতি স্বাভাবিক হবে বর্তমানে তারও কোনও নিশ্চয়তা নেই বলে জানচ্ছে ইউরোপের ভোজ্য তেল আমদানিকারকরা।
বিভি/কেএস
মন্তব্য করুন: