ইউক্রেনের আকাশ এখন সংকীর্ণ!

ফেসবুক থেকে সংগৃহিত
ইউক্রেনে টানা ২০ দিন ধরে চলছে যুদ্ধ। রুশ সেনাদের হামলায় তচনচ পুরো ইউক্রেন। দেশটির গুরুত্বপূর্ণ শহরগুলোর নিয়ন্ত্রণ এখন অনেকটাই চলে গেছে রাশিয়ার হাতে। তবু থেমে নেই মিসাইল হামলা।
যুদ্ধের শুরুর দিন থেকেই বেশ শক্ত মনোবল দেখা গেছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে। বরাবরই তিনি বলেছেন, লড়ে যাওয়ার কথা। সেই মনোবলে এখনও লড়ছে দেশটির সেনাসহ সাধারণ মানুষ। তবে এবার কিছুটা হতাশই মনে হচ্ছে জেলেনস্কিকে।
বুধবার (১৬ মার্চ) নিজের ফেসবুকে একটি ভিডিও শেয়ার করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। ভিডিওটির শুরুতে যুদ্ধপূর্ববর্তী ইউক্রেনের শহরগুলোর সৈন্দর্য তুলে ধরা হয়। বুঝানো হয় যুদ্ধ পূ্র্ববর্তী সময়ে কেমন শান্ত ও সুন্দর ছিল দেশটি। তারপর দেখানো হয় একের পর এক মিসাইল আর গোলার আঘাত এবং সবশেষ বিদ্ধস্ত ইউক্রেন।
ভিডিওটির শিরোনামে জেলেনেস্কি লিখেছেন, ক্লোস দ্য স্কাই ওভার ইউক্রেন। যার অর্থ দাঁড়ায় ‘ইউক্রেনের আকাশ এখন সংকীর্ণ’। এর দ্বারা তিনি মূলত বুঝাতে চেয়েছেন রুশ বাহিনীর হামলার কারণে দেশটির আকাশ-বাতাস এখন অনিরাপদ হয়ে উঠেছে। এবং সেখান থেকে বিদায় হয়েছে শান্তি এবং সৈন্দর্য।
জেলেনেস্কির সেই ভিডিওতে মুহূর্তে পড়েছে হাজার হাজার কমেন্টস। এমন হামলার নিন্দা জানিয়ে অধিকাংশ কমেন্টসকারী আহ্বান জানিয়েছে ইউক্রেনের আকাশকে বন্ধ করে দেওয়া বা নো-ফ্লাই জোন ঘোষণা করতে।
সম্প্রতি পোল্যান্ড সীমান্তের প্রশিক্ষণ শিবিরে রাশিয়ার মিসাইল হামলার পর থেকে জেলেনেস্কি বার বার ন্যাটেভুক্ত দেশগুলোকে আহ্বান জানাচ্ছিল যেন ইউক্রেনের আকাশকে নো-ফ্লাই জোন ঘোষণা করা হয়। এই ভিডিওর মাধ্যমে সেই দাবি আরও জোরালো হলো।
মন্তব্য করুন: