• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

কৃষ্ণসাগরে পানামার পতাকাবাহী তিনটি জাহাজে রুশ ক্ষেপণাস্ত্র হামলা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫:২৮, ১৭ মার্চ ২০২২

ফন্ট সাইজ
কৃষ্ণসাগরে পানামার পতাকাবাহী তিনটি জাহাজে রুশ ক্ষেপণাস্ত্র হামলা

ফাইল ছবি

ইউক্রেনে রাশিয়ার সেনা অভিযানের পর থেকে এ পর্যন্ত কৃষ্ণসাগরে পানামার পতাকাবাহী তিনটি জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে পানামার নৌচলাচল কর্তৃপক্ষ। বুধবার রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

পানামার সামুদ্রিক কর্তৃপক্ষ বলেছে, গত মাসে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পর কৃষ্ণসাগরে পানামার ওই তিনটি জাহাজে রাশিয়ার ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

এক বিবৃতিতে পানামার সামুদ্রিক কর্তৃপক্ষ আরও বলছে, রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর একটি জাহাজ ডুবে গেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। অন্য দুটি জাহাজ ক্ষতিগ্রস্ত হলেও কৃষ্ণসাগরে চলাচল করেছে।

পানামা মেরিটাইম অথরিটির (এএমপি) প্রশাসক নোরিয়েল আরাউজ বলেন, আমাদের তিনটি জাহাজে রাশিয়ার ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। জাহাজের ক্রুদের সবাই নিরাপদ আছেন। আমাদের জাহাজের ক্ষতি হয়েছে।

রুশ ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত তিন জাহাজ হলো- নামুরা কুইন, লর্ড নেলসন ও হেল্ট। তবে এসব জাহাজ কবে আক্রান্ত হয়েছিল, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানায়নি এএমপি।

নোরিয়েল আরাউজ বলেন, অন্যান্য দেশের পতাকাবাহী অন্তত ১০টি জাহাজ এখনও কৃষ্ণসাগরে ভাসছে। রাশিয়ার নৌবাহিনী ওই এলাকা ছাড়তে জাহাজগুলোকে বাধা দিচ্ছে বলে জানিয়েছেন তিনি। এএমপির মতে, বিশ্বে পানামার পতাকাবাহী জাহাজের সংখ্যা সবচেয়ে বেশি। আট হাজারের বেশি সামুদ্রিক জাহাজ রয়েছে পানামার।

বিভি/এইচএস

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2