যুদ্ধ বন্ধে রাশিয়াকে নির্দেশ দিলো আন্তর্জাতিক বিচার আদালত

ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধ তাৎক্ষণিকভাবে বন্ধে রাশিয়াকে নির্দেশ দিয়েছে আর্ন্তজাতিক বিচার আদালত (আইসিজে)। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে শুনানি শেষে বুধবার এই আদেশ দেন আইসিজে।
আদেশে বলা হয়েছে, ‘২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেইনের ভূখণ্ডে শুরু করা সামরিক অভিযান তাৎক্ষণিকভাবে স্থগিত করতে হবে রুশ ফেডারেশনকে।’ এছাড়া মস্কো সমর্থিত অন্য কোনো বাহিনীও ইউক্রেনে সামরিক অভিযান চালাতে পারবে না, সেটাও রাশিয়াকে নিশ্চিত করতে হবে। ১৩-২ ভোটে সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে এই আদেশ দেন আইসিজে।
যেহেতু আর্ন্তজাতিক আদালতের রায় সেহেতু এই রায় মানার বাধ্যবাধকতা রয়েছে, অতীতে আইসিজের রায় খুব কম ক্ষেত্রেই অমান্য করা হয়েছে। তবে, কিভাবে তাৎক্ষণিকভাবে এই যুদ্ধ বন্ধের আদেশ বাস্তবায়িত হবে তার কোন সুনির্দিষ্ট উপায় আইসিজের কাছে নেই।
বিভি/এসআই/রিসি
মন্তব্য করুন: