• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

একটি শর্ত যুক্তরাষ্ট্রের

সন্ত্রাসী তালিকা থেকে বাদ যাচ্ছে ইরানের ইসলামি বিপ্লবী বাহিনী

প্রকাশিত: ১৮:৪৪, ১৭ মার্চ ২০২২

আপডেট: ১৯:১৮, ১৭ মার্চ ২০২২

ফন্ট সাইজ
সন্ত্রাসী তালিকা থেকে বাদ যাচ্ছে ইরানের ইসলামি বিপ্লবী বাহিনী

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) বা বিপ্লবী বাহিনীকে সন্ত্রাসী সংগঠনের কালো তালিকা থেকে বাদ দেওয়ার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। তবে এর জন্য একটা শর্ত মানতে হবে ইরানকে।

শর্তটি জচ্ছে এলিট এই বাহিনীর লাগাম টেনে ধরবে—এমন নিশ্চয়তা দিতে হবে ইরানকে। সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে বুধবার এই তথ্য প্রকাশ করেছে রয়টার্স।

সূত্রটি জানায়, তেহরানের পক্ষ থেকে কোন ধরনের গ্রহণযোগ্য প্রতিশ্রুতির বিনিময়ে এ পদক্ষেপ নেয়া হবে, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি ওয়াশিংটন।

আরও পড়ুন:

উল্লেখ্য, ২০১৯ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিপ্লবী গার্ড বাহিনীকে কালো তালিকাভুক্ত করেন। এতে খোদ নিজ দল রিপাবলিকান পার্টির সমালোচনার মুখে পড়েন তিনি। এবার ট্রাম্পের ওই সিদ্ধান্ত থেকে সরে আসার চিন্তাভাবনা করছে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন।

অপর একটি সার্বভৌম সরকারের কোনো অংশকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে আনুষ্ঠানিকভাবে তালিকাভুক্ত করার এমন ঘটনা ছিল ওয়াশিংটনের জন্য প্রথম। ইরানের ক্ষমতাকাঠামোয় ইসলামি বিপ্লবী গার্ডের ব্যাপক প্রভাব রয়েছে। এলিট সামরিক ও গোয়েন্দা বাহিনীর পাশাপাশি দেশটির বাণিজ্যিক খাতও নিয়ন্ত্রণ করে এই বাহিনী। তাদের বিরুদ্ধে বিশ্বব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর অভিযোগ করে আসছে যুক্তরাষ্ট্র।

নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রটি বলেছে, আইআরজিসির আঞ্চলিক ও অন্যান্য ভূমিকার ক্ষেত্রে ইরানের একধরনের প্রতিশ্রুতি অথবা পদক্ষেপের বিনিময়ে সন্ত্রাসী তকমা তুলে নেওয়া যায় কি না, সেই চিন্তাভাবনা করছে বাইডেন প্রশাসন।

আইআরজিসিকে সন্ত্রাসী কালো তালিকা থেকে বাদ দেওয়ার সম্ভাবনার বিষয়ে জানতে চাইলে কোনো মন্তব্য করতে রাজি হননি মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস। 

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2