• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

খাদ্য ও জ্বালানির মতো মৌলিক সংকটে রুশ সেনারা, দাবি যুক্তরাজ্যের

প্রকাশিত: ১০:৩৮, ১৮ মার্চ ২০২২

ফন্ট সাইজ
খাদ্য ও জ্বালানির মতো মৌলিক সংকটে রুশ সেনারা, দাবি যুক্তরাজ্যের

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ গোয়েন্দা প্রতিবেদন অনুসারে, ইউক্রেনে আক্রমণ বজায় রাখতে রীতিমতো লড়াই করছে রাশিয়ান বাহিনী।

ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, মৌলিক অভ্যন্তরীণ সমস্যাগুলো ইউক্রেনে রাশিয়ার নিরলস আক্রমণকে ঘিরে রেখেছে।

শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে তথ্য জানা গেছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, রুশ সৈন্যরা তাদের সীমিত গতিশীলতা এবং আকাশপথে শ্রেষ্ঠত্বের অভাবের অগ্রগামী সৈন্যদের 'খাদ্য এবং জ্বালানির মতো মৌলিক প্রয়োজনীয় জিনিসগুলো' কার্যকরভাবে সরবরাহ করতে সক্ষম হয়নি।

ইউক্রেনীয় বাহিনীর পাল্টা আক্রমণ রাশিয়াকে তাদের নিজস্ব সরবরাহ লাইন রক্ষা করার জন্য বিপুল সংখ্যক সৈন্য সরিয়ে নিতে বাধ্য করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এটি রাশিয়ার আক্রমণাত্মক সম্ভাবনাকে মারাত্মকভাবে সীমিত করছে।

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোয়েন্দা প্রতিবেদনটি যেন মার্কিন যুক্তরাষ্ট্রের মূল্যায়নকে প্রতিধ্বনি করছে। এর আগে গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছিল, রাশিয়ার সেনারা 'দেশের চারপাশে নিথর'

বিভি/এনএম

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2