পুতিনকে যুদ্ধাপরাধী বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
এবার মারেফার একটি স্কুলে রুশ মিসাইল হামলায় ২১ জন নিহত

এবার ইউক্রেনের মারেফা শহরের একটি স্কুলে রুশ মিসাইল হামলায় ২১ জন নিহত হয়েছে।
বৃহস্পতিবার খারকিভের কাছের শহর মারেফায় একটি স্কুল ও সাংস্কৃতিক সেন্টারে হামলা চালায় রুশ সেনারা। হতাহত হয় অর্ধ শতাধিক। আর মারিওপোল থিয়েটারে হামলার ঘটনায় শতাধিক মানুষকে ধ্বংসস্তুপ থেকে উদ্ধার করা হয়েছে। এক হাজারের বেশি মানুষ আশ্রয় নিয়েছিল সেখানে। সেই সঙ্গে হামলায় আহত হয়েছেন আরও অন্তত ২৫ ইউক্রেনীয় বেসামরিক নাগরিক। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
এদিকে, ইউক্রেনের সাধারণ নাগরিকদের ওপর হামলা চালিয়ে রাশিয়া আন্তর্জাতিক নীতি লঙ্ঘন করছে বলে তীব্র নিন্দা জানান জাতিসংঘে নিরাপত্তা পরিষদের মার্কিন প্রতিনিধি লিন্ডা থমাস।
অন্যদিকে, প্রেসিডেন্ট জো বাইডেনের পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুদ্ধাপরাধী বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনও। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিনকেন জানান, শুক্রবারের ফোনালাপে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-কে রুশ হামলা বন্ধে কার্যকর পদক্ষেপের আহ্বান জানাবেন প্রেসিডেন্ট বাইডেন। অন্যদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদ্রোস আধানম বলেন, রুশ আগ্রাসনের শিকার হয়েছে ৪৩টি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র। নিহত হয়েছে অন্তত ১২ জন ও স্বাস্থ্যকর্মীসহ আহত কয়েকশ' চিকিৎসীন ব্যক্তি।
মন্তব্য করুন: