জেলেনস্কিকে নোবেল পুরস্কার দিতে ইউরোপীয় নেতাদের আবেদন

ভারতীয় সংবাদমাধ্যম শুক্রবার (১৮ মার্চ) এএফপি’র এক প্রতিবেদনের বরাত দিয়ে বলেছে, বেশ কিছু সাবেক ও বর্তমান ইউরোপিয়ান নেতা জেলেনস্কিকে নোবেল পুরস্কার দেওয়ার জন্য নোবেল কমিটিকে অনুরোধ করেছেন।
প্রতিবেদন বলছে, নোবেল শান্তি পুরস্কারের মনোনয়নের অনুমতি দিতে আগামী ৩১ মার্চ পর্যন্ত মনোনয়ন প্রক্রিয়ার মেয়াদ বাড়াতে নোবেল কমিটিকে অনুরোধ জানিয়েছে ইউরোপিয়ান নেতারা।
তারা বলছেন, ইউক্রেনকে রাশিয়ার আগ্রাসন থেকে রক্ষা চেষ্টায় জেলেনস্কির ভূমিকা অসাধারন। তিনি সম্মুখে থেকে যোদ্ধাদের সাহস যোগানো এবং মনোবল ধরে রাখার চেষ্টা করছেন। এমতাবস্থায় তার কাজের স্বীকৃতি স্বরুপ তিনি নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য।
তথ্য বলছে, চলতি বছর অক্টোবরে নোবেল পুরস্কার জয়ীর নাম ঘোষণা করা হবে। ইতিমধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে ২৫১ জন ব্যক্তি এবং ৯২টি সংস্থা পুরস্কারের জন্য আবেদন করেছে।
ফিলিপিনো সাংবাদিক মারিয়া রেসা এবং রাশিয়ার সাংবাদিক দিমিত্রি মুরাতভকে ২০১৯ সালে মত প্রকাশের স্বাধীনতা এবং সাহসীকতার সঙ্গে নিজ পেশা ক্ষেত্রে দায়িত্ব পালনের জন্য নোবেল শান্তি পুরস্কার প্রদান করে নোবেল কমিটি।
বিভি/এসআই/এইচএস
মন্তব্য করুন: