রাশিয়ার যুদ্ধাপরাধের প্রমাণ সংগ্রহ করছেন মার্কিন বিশেষজ্ঞরা

অ্যান্টনি ব্লিঙ্কেন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, রাশিয়া ইউক্রেনে যুদ্ধপরাধ সংগঠিত করেছে বলে প্রেসিডেন্ট জো বাইডেন যে মন্তব্য করেছেন তা যৌক্তিক। রয়টার্স বলছে, বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
ব্লিঙ্কেন জানান, রাশিয়ার যুদ্ধাপরাধ প্রমাণে মার্কিন বিশেষজ্ঞরা প্রামাণিক তথ্য যোগাড়ে কাজ করছেন।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন সাংবাদিকদের বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একজন ‘যুদ্ধাপরাধী’। পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে ব্লিঙ্কেন বলেন, বেসামরিক নাগরিকদের ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু বানানো যুদ্ধাপরাধের শামিল।
পাল্টা প্রতিক্রিয়ায় ক্রেমলিন বলে, ইউক্রেনকে ‘নিরস্ত্রীকরণ এবং নাৎসীমুক্ত’ করতে বিশেষ সামরিক অভিযান পরিচালনা করছে রাশিয়া। কোনো বেসামরিকদের লক্ষ্যবস্তু বানানো রাশিয়ার উদ্দেশ্যে নয়।
অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, ইতিমধ্যে রাশিয়া হাসপাতাল, স্কুল এবং বেসামরিক নাগরিক আশ্রয় নেওয়া একটি থিয়েটারে হামলা চালিয়েছে।
বিভি/এসআই/এজেড
মন্তব্য করুন: