• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ভেঙে পড়ছে ইউক্রেনের খাদ্য সরবরাহ ব্যবস্থা

প্রকাশিত: ২৩:১৯, ১৮ মার্চ ২০২২

ফন্ট সাইজ
ভেঙে পড়ছে ইউক্রেনের খাদ্য সরবরাহ ব্যবস্থা

ছবি: রয়টার্স

রাশিয়ার একের পর এক হামলায় বিধ্বস্ত হচ্ছে ইউক্রেনের বিভিন্ন শহর। গৃহহারা হয়েছেন কয়েক লাখ মানুষ। এরই মধ্যে নতুন করে দুঃসংবাদ দিলো জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম (ডব্লিউএফপি)। সংস্থাটি জানিয়েছে, ইউক্রেনে খাদ্য সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ছে।

 ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের (ডব্লিউএফপি) এক কর্মকর্তা জানিয়েছেন, ইউক্রেনে খাদ্য সরবরাহের অবকাঠামোগুলোর একাংশ ধ্বংস হয়ে গেছে, অনেক মুদি দোকান এবং গুদাম খালি হয়ে গেছে। ফলে ঝুঁকিতে রয়েছে ওই দেশের মানুষের জীবন।

ইউক্রেন সংকটের জন্য ডব্লিউএফপি‘র জরুরি সমন্বয়কারী জ্যাকব কার্ন পোল্যান্ড থেকে ভিডিও লিংকের মাধ্যমে জেনেভায় এক প্রেস ব্রিফিংয়ে বলেন, ‘দেশটির খাদ্য সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ছে। নিরাপত্তাহীনতা এবং ড্রাইভারদের উদাসীনতার কারণে পণ্য সরবরাহ শ্লথগতির হয়ে পড়েছে।’

জ্যাকব কার্ন ইউক্রেনের মারিউপোলের মতো অবরুদ্ধ নগরী নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ওইসব স্থানে খাদ্য ও পানি সরবরাহ শেষ হয়ে আসছে এবং তাদের গাড়িবহর এখনও নগরীগুলোতে প্রবেশ করতে পারেনি।

ডব্লিউএফপি তাদের গম সরবরাহের প্রায় অর্ধেকই ইউক্রেন থেকে কেনে। জ্যাকব কার্ন বলেছেন, ২৪ ফেব্রুয়ারিতে রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে সৃষ্ট  সংকটে খাবারের দাম একলাফে অনেক বেড়ে গেছে। খবর রয়টার্সের।

তিনি বলেন, ‘খাবারের দাম এ যাবৎকালের মধ্যে বেশি হওয়ায় ডব্লিউএফপি ইউক্রেন সংকটে বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তা, বিশেষ করে ক্ষুধাপীড়িত এলাকাগুলোতে এর প্রভাব নিয়েও উদ্বিগ্ন।’

মুদ্রাস্ফীতি এবং ইউক্রেন সংকটের কারণে এ বছর খাবারের জন্য মাসে বাড়তি ৭ কোটি ১০ লাখ ডলার দিচ্ছে ডব্লিউএফপি। তবে এই তহবিলেও মাত্র ৪০ লাখ মানুষের খাদ্য সরবরাহ সম্ভব হবে জানিয়েছে সংস্থাটি।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2