• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ভারতে হিজাব ইস্যু আদালতে যাওয়ায় ক্ষেপেছেন আরশাদ মাদানি

প্রকাশিত: ২৩:১৯, ১৯ মার্চ ২০২২

ফন্ট সাইজ
ভারতে হিজাব ইস্যু আদালতে যাওয়ায় ক্ষেপেছেন আরশাদ মাদানি

আল্লাম আরশাদ মাদানি ও হিজাব বালিকা খ্যাত মুসকান

হিজাব ইস্যুতে ভারতে বেশ তোলপাড় চলছে। এরই মধ্যে এই ইস্যু নিয়ে মুখ খুলেছেন জমিয়তে ওলামায়ে হিন্দের সভাপতি ও প্রখ্যাত ইসলামী বিদ্যাপীঠ ভারতের দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিসীন আল্লামা সাইয়েদ আরশাদ মাদানি। তিনি বলেছেন হিজাব ইস্যুটি আদালতে নিয়ে যাওয়ায় আইন পরিপন্থী।

তিনি বলেন, সীমানার মধ্যে ইউনিফর্ম নির্ধারণের অধিকার আছে স্কুলের, কিন্তু আইনত কলেজের তা নেই। আর যেই ইস্যুটি আদালতে বিচারাধীন ছিল, তা স্কুলের বিষয় নয়; বরং কলেজের। হিজাব ইস্যুতে আদালতের এই রায় ইসলামী শিক্ষা ও শরিয়াতের হুকুম পরিপন্থী বলে মন্তব্য করেছেন তিনি।

মঙ্গলবার (১৫ মার্চ) আদালতের বিতর্কিত রায়ের প্রতিবাদ করতে গিয়ে এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। বিবৃতিতে তিনি বলেন, ইসলামে যেসব বিধান ফরজ ও ওয়াজিব তা পালন করা আবশ্যক, তার বিরোধিতা করা গোনাহ। এরই ভিত্তিতে হিজাবও একটি অবশ্য পালনীয় বিষয়।

আল্লামা মাদানি বলেন, এরপরও যদি কেউ হিজাব পালন না করে, তাহলে সে ইসলাম থেকে বের হবে না ঠিকই কিন্তু মারাত্মক গোনাহগার হবে এবং আল্লাহর পক্ষ থেকে আজাব ও জাহান্নামের শাস্তি পাবে। অনেক মুসলিম হিজাব পরেন না-এর ভিত্তিতে হিজাব ইসলামে জরুরি নয়-এটি অসঠিক কথা।

তিনি বলেন, অনেক মুসলিম নিজের দুর্বলতা ও গাফলতির কারণে নামাজ-রোজা করেন না-এর মানে এই নয় যে, ইসলামে রোজা-নামাজ আবশ্যক নয়। (হিজাবও অনুরূপ)।
 
আল্লামা মাদানি বলেন, সংবিধান অনুযায়ী ভারতের প্রতিটি নাগরিক নিজ ধর্মের প্রতি বিশ্বাস রাখা, ধর্মীয় আচার-বিধি মেনে চলা এবং ইবাদতের ক্ষেত্রে পূর্ণ স্বাধীনতা পাবে। ভারতের কোনো রাষ্ট্রধর্ম নেই; বরং রাষ্ট্র তার প্রতিটি নাগরিককে নিজ বিশ্বাস পরিপালনে পূর্ণ স্বাধীনতা দেয়।

স্যেকুলারিজমের ব্যাখ্যা দিয়ে বর্ষীয়ান এ আলেম বলেন, ধর্মনিরপেক্ষতার অর্থ তো এই নয় যে, কোনো ব্যক্তি কিংবা গোষ্ঠী তার ধর্মপরিচয় প্রকাশ করতে পারবে না। ধর্মনিরপেক্ষতার অর্থ হলো- রাষ্ট্র কোনো একটি ধর্মের পরিচয় সব নাগরিকের ওপর চাপিয়ে দেবে না। হিজাব পরিধান মুসলিমদের ধর্মীয় আবশ্যক বিষয়, যা পবিত্র ‍কুরআন ও সুন্নত দ্বারা সুপ্রমাণিত। একইসাথে তা মুসলিম নারীদের প্রকৃতি ও মানসিকতার জন্য জরুরিও বটে। সূত্র: নিউজ ১৮ ডটকম

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2