পাকিস্তানের সেনাঘাটিতে একের পর এক বিস্ফোরণ, ভয়াবহ আগুন (ভিডিও)

রবিবার সকালে পর পর ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান। দেশটির পাঞ্জাব প্রদেশের শিয়ালকোট পাক সেনাঘাঁটিতে সকালে একাধিক বিস্ফোরণ হয়। যদিও বিস্ফোরণে কারণ এখনও জানা যায়নি। স্পষ্ট নয় হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণও। খবর হিন্দুস্থান টাইমস-এর।
স্থানীয় সূত্রে খবর, রবিবার সকালে হঠাৎ জোরালো বিস্ফোরণে কেঁপে ওঠে শিয়ালকোট সেনাঘাঁটি। পর পর কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। ধারণা করা হচ্ছে, সেনাঘাঁটির ভেতরে থাকা অস্ত্রাগারেও আগুন লেগেছে। সেখান থেকে আগুনের লেলিহান শিখা বেরিয়ে আসতে দেখা যাচ্ছে।
তবে এই বিষয়ে এখনও পাকিস্তানের সেনা বা প্রশাসনের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়নি।
Something is Happening in #Sialkot
— MariA RazAa (@RazaaMaria) March 20, 2022
Cant #Sialkot pic.twitter.com/UsZ97NhW7M
উল্লেখ্য, চলতি মাসের প্রথম দিকেই পাকিস্তানের মসজিদে ভয়াবহ বিস্ফোরণ হয়। যার দায় স্বীকার করেছিল ইসলামিক স্টেট। এদিনের বিস্ফোরণের পিছনেও সেই জঙ্গিগোষ্ঠীর হাত রয়েছে কিনা তা এখন আলোচ্য বিষয়।
বিভি/কেএস
মন্তব্য করুন: