রুশপন্থী ১১ রাজনৈতিক দলকে নিষিদ্ধ করল ইউক্রেন

বিবিসি বলছে, ইউক্রেন ১১টি দলের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। অভিযোগ উঠেছে, এসব দলের সরাসরি রাশিয়ার সাথে নাকি যোগাযোগ রয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক ভিডিও বার্তায় এই নিষেধাজ্ঞা জারি করেন।
নিষেধাজ্ঞার কবলে পড়া দলগুলো হলো: অপোজিশন ব্লক, পার্টি অব শারিয়ি, আওয়ারস, লেফট অপোজিশন, ইউনিয়ন অব লেফট ফোরর্সেস, স্টেট, প্রগ্রেসিভ সোশ্যালিস্ট পার্টি অভ ইউক্রেন, সোশ্যালিস্ট পার্টি ইউক্রেন, সোশ্যালিস্ট এবং ভ্লাদিমির সালদো ব্লক।
এসব দলের মধ্যে ইউক্রেনের বৃহৎ রুশপন্থী দল ‘অপোজিশন প্লাটফর্ম–ফর লাইফ’। এই দলের সদস্যরা ইউক্রেনের সংসদেও প্রতিনিধিত্ব করেছেন।
ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, শিগগিরই বিচার মন্ত্রণালয় এই ঘোষণা কার্যকর করতে পদক্ষেপ গ্রহণ করবে। এই নিষেধাজ্ঞার মেয়াদ দেশটিতে সামরিক শাসন চলমান থাকা পর্যন্ত বলবৎ থাকবে।
বিভি/ এসআই
মন্তব্য করুন: