১৫০০ রুশ সংবাদমাধ্যম ব্লক: দাবি ইউক্রেনের

বৃটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলছে, রুশ প্রপাগান্ডা ছড়ানোর অভিযোগে রাশিয়ার ১৫০০’শ সংবাদ মাধ্যম ব্লক করে দিয়েছে ইউক্রেন।
বার্তাসংস্থা ইন্টারফ্যাক্স-ইউক্রেন বলছে, রাশিয়ার আগ্রাসনের শুরু থেকেই ধাপে ধাপে রাশিয়ার এসব সাইট বন্ধ করা হয়েছে। এদিকে ন্যাশনাল পুলিশ অব ইউক্রেন বলছে, আমারা এ পর্যন্ত রাশিয়ার ১৫০০’শ আউটলেট ব্লক করতে সক্ষম হয়েছি। পুলিশ আরো বলছে, রাশিয়ার যেসব সাইট ব্লক করা হয়েছে সেসব সাইট বা চ্যানেলের প্রায় দুই কোটি দর্শক ছিল ইউক্রেনে।
আরও পড়ুন:
ইউক্রেনীয় পুলিশের বরাতে জানা গেছে, স্টপ-রাশিয়া-চ্যানেল এবং স্টপ-ড্রাগস-বট নামে টেলিগ্রামে দু’টি চ্যানেল তৈরি করে ইউক্রেনীয় সাইবার পুলিশ। এখানেই ইউক্রেনীয়রা নিয়মিত তাদের অভিযোগ তুলে ধরেন। এসব অভিযোগের ভিত্তিতেই পুলিশ ব্যবস্থা গ্রহণ করে।
বিভি/ এসআই
মন্তব্য করুন: